তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রীর অনশন

রাণীনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রীর অনশন
[ভালুকা ডট কম : ২৭ জুলাই]
নওগাঁর রাণীনগরে বিয়ের দাবিতে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন বিউটি বেগম (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী। সোমবার বিকেল থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন তিনি। এমন সংবাদ পেয়ে প্রেমিক শাহাদত (২৫) বাড়ি থেকে পালিয়ে যায়। এ নিয়ে ওই গ্রামে পক্ষে বিপক্ষে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে ওই গ্রামের জামাল নামের এক যুবক সাংবাদিকদের উপর চড়াও হয়ে পেশাগত কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। এমন অবস্থায়  অপর পক্ষ জানতে পেরে উত্তেজনার এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

জানা গেছে উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রামের এনামুল সরদারের ছেলে শাহাদত হোসেন একই গ্রামের সৌদি প্রবাসী আপেল মাহমুদের স্ত্রী বিউটির সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায় প্রেমিক শাহাদত বিয়ে করার প্রলোভন দিয়ে ওই গৃহবধূর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি বিউটির স্বামী ও স্বজনরা জানার পর পারিবারিক ভাবে কয়েক দফা শালিসী বৈঠকে বিউটিকে এমন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য বলা হয়। কিন্তু পিছু ছাড়ে না শাহাদত।

এব্যাপারে বিউটি জানান, কয়েক দিন আগে আমার প্রেমিক শাহাদত আমাদের দুই জনের বেশ কিছু ছবি আমার স্বামীর কাছে পাঠায়। এক পর্যায়ে স্বামী আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে এবং কিছু ছবি আমার স্বামী আপেল মাহমুদ আমার বাবার বাড়ি বগুড়া জেলার দুপচাচিয়া পাঠায়। সেখান থেকেও আমাকে নানা ভাবে গালমন্দ করে। কোন পথ না পেয়ে আমি শাহাদতের বাড়িতে চলে আসি। আমার উপস্থিতি টের পেয়ে বাড়ির অন্য গলি দিয়ে পালিয়ে যায় শাহাদত। এরপর বাড়ির অন্যান্য সদস্যরাও চলে যায়। শাহাদত যদি আমাকে বিয়ে না করে তাহলে আত্নহত্যা ছাড়া আমার পথ নাই। মঙ্গলবার দুপুর পর্যন্ত গ্রামের মোড়লরা বিষয়টি সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ জানান, এমন সংবাদ বিভিন্ন ভাবে জানতে পেরেছি। তবে কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নারী ও শিশু বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই