তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে টিকাদান কর্মসূচী বাস্তবায়নে এমপি’র জরুরী সভা

গৌরীপুরে গণহারে করোনা টিকাদান কর্মসূচী বাস্তবায়নে এমপি’র জরুরী সভা
[ভালুকা ডট কম : ০১ আগস্ট]
কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সরকারের গণহারে টিকাদান কর্মসূচী বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহের গৌরীপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে রবিবার (১ আগস্ট) বেলা ১২ টায় অফিসার্স ক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি’র সভাপতিত্বে এ সভায় স্বাস্থ্য বিধি মেনে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ডাক্তার, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, এনজিও কর্মকর্তারা অংশগ্রহন করেন।৭ আগস্ট থেকে সরকারের গণহারে করোনা টিকাদান কর্মসূচী বাস্তবায়নে এ উপজেলায় ১০টি ইউনিয়নে দশটি বুথের মাধ্যমে প্রতিদিন ৬ হাজার মানুষকে বিনামুল্যে টিকাদানের সিদ্ধান্ত গৃহিত হয়েছে এ সভায়।

সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ রবিউল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন,  গৌরীপুরে এ পর্যন্ত মোট ১৭ হাজার ৮ শত টিকা এসেছে, তারমধ্যে ১ম ধাপে ১ম ডোজ দেয়া হয়েছে ৫ হাজার জনকে ও ২য় ডোজ হিসেবে টিকা গ্রহণ করেছেন ৩ হাজার ২শ জন। ২য় ধাপে ১ম ডোজ গ্রহণ করেছেন ৩ হাজার ৭শ জন।তিনি আরও বলেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালে মোট ২০ সিটের একটি ওয়ার্ড প্রস্তুত রয়েছে। এ উপজেলায় মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন বলে জানান তিনি।

সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর পৌর প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম,  উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, ডা. হাসিবুল আসিফ, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, মফিজুন নূর খোকা, আব্দুল্লাহ আল আমিন জনি, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়, সাংবাদিক কমল সরকার, ফারুক আহাম্মদ, আনোয়ার হোসেন শাহীন, হুময়ূন কবির, আরিফ আহমেদ, ওবায়দুর রহমান  প্রমুখ। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই