তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

সখীপুরে এলজিইডির সড়ক ভেঙে যানবাহন চলাচল বন্ধ

সখীপুরে এলজিইডির সড়ক ভেঙে যানবাহন চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা
[ভালুকা ডট কম : ২৮ আগস্ট]
টাঙ্গাইলের সখীপুর উপজেলার "বড়চওনা-কালিহাতী সড়কে” হামিদপুর চৈরাস্তা বাজার এলাকায় বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে এ সমস্যা হয়েছে। ফলে ওই সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। এতে উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিপাকে পড়ে পণ্যবাহী যানবাহন।

জানা গেছে, গত ২০০৮-৯ অর্থবছরে উপজেলার বড়চওনা থেকে কালিহাতী পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করে সরকার। গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে ওই সড়কের হামিদপুর চৌরাস্তা বাজার এলাকায় বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। অন্যদিকে একই সড়কের পলাশতলী থেকে চকপাড়া পর্যন্ত প্রায় ২ কিঃ সড়ক ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনি দূর্ভোগের শিকার হচ্ছে চলাচলকারীরা।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মিয়া বলেন, ভারী বর্ষণে সড়কটি বড় ধরনের ভাঙনের ভারী যান চলাচল বন্ধ রয়েছে। এতে ব্যাপক ভোগান্তি শিকার হচ্ছে জনসাধারণ ও পথচারী। ওই রোডের ট্রাকচালক আলমগীর হোসেন বলেন,  প্রতিদিন আমি স্থানীয় বাজার থেকে ডিম   নিয়ে কালিহাতী যাই। বৃষ্টিতে সড়কটি ভেঙে যাওয়ায় প্রায় ১০ কি: মি: ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ বেশি। তিনি সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।

উপজেলা প্রকৌশলী হাসান ইবনে মিজান বলেন, বিষয়টি শুনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আশা করি খুব দ্রুত ওই সড়কে ভারি যান চলাচল শুরু হবে।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই