তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে প্রেমিকের বাড়ি এসে লাশ হল প্রেমিকা

গফরগাঁওয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি এসে লাশ হল প্রেমিকা
[ভালুকা ডট কম : ০৪ অক্টোবর]
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খোদাবক্সপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি এসে লাশ হল ফাতেমা খাতুন (২১)নামের এক কলেজ ছাত্রী।রোববার বিকালে যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের বুরহান উদ্দিনের পরিত্যক্ত ঘরের পাশে ফাতেমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে ওই ছাত্রী লাশ উদ্ধার করে।সে গফরগাঁও আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্রী তার বাড়ি উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের মাখল কালদাইড় গ্রামে।তার বাবার নাম হাফিজ উদ্দিন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে ফাতেমা পরিবারের লোকজেনর সঙ্গে বাড়ি থেকে গফরগাঁও আসে।পরে কলেজে যাওয়ার কথা বলে আর বাড়ি ফিরে যায়নি সে।বিকেলে ফাতেমাকে খোদাবক্সপুর গ্রামের বুরহান উদ্দিনের পরিত্যক্ত ঘরের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে।স্থানীয় লোকজন আশঙ্কা জনক অবস্থায় গফরগাঁও হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন।খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ  হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাতেই গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়।

নিহতের বড়ভাই আব্দুল্লাহ বলেন,খোদাবক্সপুর গ্রামের বুরহান উদ্দিনের ছেলে সেনা সদস্য মিরাজ আহাম্মেদের সঙ্গে তার বোন ফাতেমার দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।মিরাজ ফোনে বিয়ের করার কথার বলে ফাতেমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।আমরা বোনের হত্যাকারীর মিরাজের দৃষ্টান্তমূলক বিচার চাই।

গফরগাঁও থানার ওসি অনুকৃল সরকার বলেন,নিহত কলেজ ছাত্রী লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হযেছে।রিপোর্টে ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই