তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে নিহত শুভ্র’র স্মরণসভা অনুষ্টিত

গৌরীপুরে নিহত শুভ্র’র স্মরণসভা অনুষ্টিত
[ভালুকা ডট কম : ১৭ অক্টোবর]
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র’র প্রথম মৃত্যু বার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়।  রবিবার ১৭ অক্টোবর বিকেলে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় মধ্যবাজার  ধানমহালে এক আলোচনাসভা করা হয়।

গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফের এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মি.রেমন্ড আরেং,  ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল আলম লিটল, শরীফ হাসান অনু, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. একেএম আব্দুর রফিক,  নিলুফার আনজুম পপি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোর্শেজদূজ্জামান সেলিম,  গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বলু হাজী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোতালিব বিএসসি, কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ মিলন, পরিবারের পক্ষ থেকে সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, নিহত মাসুদূর রহমান শুভ্র'র স্ত্রী তাহরিমা আক্তার চুমকী প্রমুখ।

বক্তারা মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার জন্য জোর দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য রওশন আরা নজরুল,  জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিধূ ভূষণ দাস,  উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তানজীর আহমেদ রাজীব, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাকিবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ জেলা,  উপজেলা, ইউনিয়ন আওয়ামী অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে ১৭ অক্টোবর ২০২০ তারিখ রাত ১০.১০ মিনিটে পৌর শহরের পান মহালে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা। আলোচিত এ হত্যা মামলাটি ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

নিহত শুভ্রের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে এ মামলায় ১নং মইলাকান্দা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রিয়াদুজ্জামান রিয়াদ এবং গৌরীপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলাসূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি ১নং মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ সবাই উচ্চ আদালতের জামিনে রয়েছেন। পরে নিম্ন আদালতে হাজিরা দিলে তিনজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান বিজ্ঞ আদালত। একজন পলাতক রয়েছেন।

এ মামলায় এজাহারভুক্ত অন্যান্য  আসামিরা হলেন- ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের ছোটভাই মাসুদ পারভেজ কার্জন (২৭), মেয়র সৈয়দ রফিকুল ইসলামের ছোট দুই ভাই যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম (৪১) ও সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল (৩৮), ছাত্রদল নেতা সাকিব আহমেদ রেজা (২৮), স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক (৩০), চৌকিদার খাইরুল ইসলাম (৩০), ছাত্রদলকর্মী রিফাত (২৫), ট্রাকচালক মো. আবু হানিফা (৩০), জাহাঙ্গীর আলম (২৮), মজিবুর রহমান (৩০), শরীয়তউল্লাহ ওরফে সুমন (৩৩), রাসেল মিয়া (৩২), কামাল মিয়া (৩৫), মো. মাইনউদ্দিন (২০), শরীফুল ইসলাম নাঈম (২২), রুহুল আমীন (২৮) ও শাহজাহান মিয়া (২৫)। #




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই