তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

শুল্ক গোয়েন্দা সিপাইর বিরুদ্ধে ছিনতায়ের অভিযোগ

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সিপাইর বিরুদ্ধে ঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ
[ভালুকা ডট কম : ১৯ নভেম্বর]
ভারত থেকে আসা দীপঙ্কর সাহা নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীর কাছ থেকে দুইটি হাত ঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেনাপোল চেকপোস্টে কর্মরত কাস্টমস শুল্ক গোয়েন্দা সিপাই আমিনুলের বিরুদ্ধে।এ ঘটনায় পাসপোর্ট যাত্রী দীপঙ্কর সাহা সিপাই আমিনুলের বিরুদ্ধে ১৮ নভেম্বর বৃহস্পতিবার বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমানের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।বুধবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার চেকপোস্ট ইমিগ্রেশনে এ ঘটনাটি ঘটে। ভারতীয় পাসপোর্ট যাত্রী দীপঙ্কর কলকাতার সরজপার্ক বারাসাতের বাসিন্দা। তার পাসপোর্ট নং-(ইউ-৮৪১৯৯৬২)।

পাসপোর্ট যাত্রী দীপঙ্কর বলেন, আমি একজন ভারতীয় পাসপোর্ট যাত্রী। আমি ১৭ নভেম্বর বুধবার বেলা আনুমানিক বিকাল সাড়ে ৩ টার সময় সম্পূর্ণ বৈধভাবে, বৈধ ভিসায় ভারত-বাংলাদেশ এর কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে বাংলাদেশে প্রবেশ করি। পরে বেনাপোল  ইমিগ্রেশনের বাইরে আমিনুল নামে একজন ব্যক্তি নিজেকে কাস্টমস শুল্ক গোয়েন্দা পরিচয় দিয়ে, আমার ব্যাগ সহ সমস্ত দেহ তল্লাশি করে। এসময় আমার কাছে কিছু না পেয়ে, আমার পকেটে থাকা দুইটি হাত ঘড়ি তিনি ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেন। আমি অনেক অনুনয় বিনয় করার পরও তিনি আমার কথা শুনলেন না। আর আমার ঘড়ি দুইটিও ফিরিয়ে দিলেন না। এরপর আমি বাইরে বেরিয়ে আসি।

তিনি বলেন, এভাবে চলতে থাকলে দেশি-বিদেশি যেসব যাত্রী আছে, তাদের কাছে বাংলাদেশ সরকারের একটা বদনাম হয়ে যাবে। অনেকের কাছে অভিযোগ করেও, কোন উপায় না পেয়ে, অবশেষে আমি বাধ্য হয়ে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার বরাবর ১৮ নভেম্বর বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সিপাই আমিনুল ইসলাম বলেন, আমার নাম আমিনুল না, আমিরুল ইসলাম। আমি দীপঙ্কর নামে কোন যাত্রীর কাছ থেকে ঘড়ি ছিনিয়ে নেইনি। আর যদি আমাদের কেউ নিয়ে থাকে, ওই যাত্রীকে নিয়ে আসেন, তার সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই যাত্রী মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করেন তিনি। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই