বিস্তারিত বিষয়
ভুরিভোজের নামে জরিমানার টাকা মাতব্বরদের পকেটে
নওগাঁয় ভুরিভোজের নামে জরিমানার আড়াই লক্ষ টাকা গ্রাম্য মাতব্বরদের পকেটে ! ঘর ছাড়া ভুক্তভোগীরা
[ভালুকা ডট কম : ২৯ নভেম্বর]
নওগাঁর রাণীনগরে কথিত গ্রাম্যসালিশ বৈঠক ডেকে প্রেমিকের ১লাখ ৫০হাজার এবং প্রেমিকার (গৃহবধু) ১লাখ টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে। জরিমানার পুরো টাকা পকেটস্থ করার অভিযোগ উঠেছে উপজেলার বড়গাছা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহসীন মল্লিক ও তার সহযোগী নব-নির্বাচিত ইউপি সদস্য অনিমেষ চন্দ্র সরকারসহ কথিত মাতব্বরদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাণীনগর উপজেলার বড়গাছা ইউপির দেউলা গ্রামে।
গত শুক্রবার (২৬ নভেম্বর) এর মধ্যে ভূক্তভোগী গৃহবধুর (২৫) জরিমানার পুরো টাকা পরিশোধের কথা ছিল। কিন্তু গরীব গৃহবধূর পক্ষে এতোগুলো টাকা সংগ্রহ করা সম্ভব না হওয়ায় ওই গৃহবধূ এখন ঘর ছাড়া। অপরদিকে ছেলের পরিবারের কাছ থেকে ১লক্ষ আদায় করলেও অবশিষ্ট টাকা দিতে না পারায় গ্রাম ছাড়া হয়েছে প্রেমিক সবুজও।
সরেজমিনে গিয়ে জানা যায়, একই গ্রামের শুনিল চন্দ্রের ছেলে সবুজ (২৫) এর সাথে ৭মাস আগে বিয়ে করার শর্তে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মুসলিম ওই গৃহবধুর। বিয়ের প্রতিশ্রুতিতে তারা উভয়ে গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় গত ১৯ (নভেম্বন) শুক্রবার দিবাগত রাতে ওই গৃহবধূর ঘর থেকে সবুজ নামের এক হিন্দু সম্প্রদায়ের যুবককে আটক করে স্থানীয় মাতব্বর মোহসীন মল্লিক ও অনিমেষ চন্দ্র সরকারসহ কতিপয় ব্যক্তিরা। এরপর তথাকথিত গ্রাম্য শালিশে গ্রামবাসীকে এক সন্ধ্যা ভুরিভোজ করার নামে হিন্দু সম্প্রদায়ের ছেলে সবুজের জরিমানা করা হয় ১লাখ ৫০হাজার এবং মুসলিম গৃহবধূর জরিমানা করা হয় ১লক্ষ টাকা। ছেলে পক্ষ তাৎক্ষনিক ভাবে ১লক্ষ টাকা পরিশোধ করে ২৬ নভেম্বর শুক্রবার পর্যন্ত অবশিষ্ট ৫০ হাজার টাকা পরিশোধের জন্য সময় নেয়। একই ভাবে একই তারিখের মধ্যে ওই গৃহবধূকেও টাকা পরিশোধের জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়। এই ঘটনার পর থেকে সাইকেল মেকার সবুজ গ্রামছাড়া হয়েছে। অপরদিকে ওই গৃহবধূসহ তার স্বামী এবং সবুজের পরিবারের সদস্যদের এই বিষয়টি কাউকে না জানানোর জন্য মাতব্বরদের পক্ষ থেকে প্রাননাশের হুমকিসহ বিভিন্ন রকমের ভয়ভীতি প্রদান অব্যাহত রাখা হয়েছে। এতে করে ভুক্তভোগী প্রেমিক ও প্রেমিকাসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানা গেছে। এছাড়া প্রভাবশালী ওই মাতব্বরদের ভয়ে কোন পরিবারই আইনের আশ্রয়ে যেতে কিংবা কাউকে কিছু বলার সাহস যোগাতে পারছে না।
গৃহবধূ মুঠোফোনে বলেন বিয়ের পর থেকে আমি পারিবারিক ভাবে সুখি নই। স্বামীর পরিবারসহ আশেপাশের মানুষের অনেক অত্যাচার সহ্য করে আসছি। হঠাৎ করেই আমার বাড়ির পাশের সাইকেল মেকার সবুজের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমরা একে-অপরকে ভালোবাসি। সবুজ আমাকে বিয়ে করার আশ্বাস দিয়েছিলো। কিন্তু এই সম্পর্কের কথা কতিপয় মাতব্বররা জেনে যায়। এরপর তারা মিথ্যে অভিযোগে আমাকে আর সবুজকে জিম্মি করে কয়েক লাখ টাকা জরিমানা করেছে যা আমার পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। আমি সবুজকে বিয়ে করতে চাই। কিন্তু মাতবররা নানা কৌশলে তা হতে দিচ্ছে না। আমি এই ধরনের অন্যায়ের সঠিক বিচার চাই। আমি মাতব্বরদের নানা রকমের হুমকি-ধামকীর ভয়ে বর্তমানে পালিয়ে রয়েছি।
প্রেমিক সবুজ গ্রামছাড়া হওয়ার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।মাতব্বর নব-নির্বাচিত মেম্বার অনিমেষ চন্দ্র সরকার বলেন ওই গৃহবধূর চরিত্র ভালো নয়। এই ধরনের ঘটনা ওই গৃহবধূ ইতিপূর্বে অনেকবার ঘটিয়েছে। গ্রামবাসীরা ওই গৃহবধূর এই ধরনের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ। তাই গ্রামবাসীরা এবার শালিশে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকেই আমরা বাস্তবায়ন করছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন বিষয়টি জানার পর আমি গৃহবধূর কাছে পুলিশ সদস্যকে পাঠিয়েছি খোজখবর নিতে এবং সহযোগিতা প্রদানের লক্ষ্যে মোবাইল নম্বরও দিয়েছি। গৃহবধূ থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ
-
জমি দখলের চেষ্টা, প্রতিপক্ষের ওপর নির্যাতন [ প্রকাশকাল : ০৮ আগস্ট ২০২২ ০৫.৩০ অপরাহ্ন]
-
নওগাঁয় সমাজকর্মীদের গুরুত্ব উপলক্ষে র্যালী [ প্রকাশকাল : ০৭ আগস্ট ২০২২ ০৫.০৫ অপরাহ্ন]
-
নওগাঁয় ক্যান্সার প্রতিরোধে মতবিনিময় সভা [ প্রকাশকাল : ০৬ আগস্ট ২০২২ ০৫.২০ অপরাহ্ন]
-
ত্রিশাল হেল্পলাইন এর নতুন কমিটি [ প্রকাশকাল : ০৬ আগস্ট ২০২২ ০৫.১০ অপরাহ্ন]
-
নান্দাইলে কৃর্তি সন্তান পিতাপুত্র বিশ্বনাথে পুরস্কৃত [ প্রকাশকাল : ০৫ আগস্ট ২০২২ ০৪.৫০ অপরাহ্ন]
-
নান্দাইলে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন [ প্রকাশকাল : ০৪ আগস্ট ২০২২ ০৪.১৫ অপরাহ্ন]
-
নান্দাইলে অবৈধভাবে চলছে গরুর হাট [ প্রকাশকাল : ০৩ আগস্ট ২০২২ ০৫.৩০ অপরাহ্ন]
-
পত্নীতলায় মৎস্য চাষীদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ [ প্রকাশকাল : ০৩ আগস্ট ২০২২ ০৫.১০ অপরাহ্ন]
-
রাণীনগরে শোক দিবস পালনে প্রস্তুতি সভা [ প্রকাশকাল : ০৩ আগস্ট ২০২২ ০৫.০৫ অপরাহ্ন]
-
নওগাঁয় বকেয়া ভাতার দাবীতে মানববন্ধন [ প্রকাশকাল : ০২ আগস্ট ২০২২ ০৬.০৪ অপরাহ্ন]
-
রাণীনগরে শিশু সুরক্ষা নিশ্চিতে র্যালী-আলোচনা [ প্রকাশকাল : ৩১ জুলাই ২০২২ ০৭.৪৪ অপরাহ্ন]
-
সখীপুরে ১৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা [ প্রকাশকাল : ৩০ জুলাই ২০২২ ০৫.০৯ অপরাহ্ন]
-
নান্দাইলে কাজী নিয়োগ বন্ধের দাবীতে আদালতে মামলা [ প্রকাশকাল : ৩০ জুলাই ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
রাণীনগরের গলার কাঁটা পাঁকাকরণের কাজ [ প্রকাশকাল : ২৯ জুলাই ২০২২ ০৬.৩০ অপরাহ্ন]
-
রায়গঞ্জে ফ্রি ফ্রাই ডে ক্লিনিক এর শুভ উদ্বোধন [ প্রকাশকাল : ২৯ জুলাই ২০২২ ০৬.০৮ অপরাহ্ন]