বিস্তারিত বিষয়
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের দেওয়াল যেন গণশৌচাগার
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের বেদীতে জুতা পায়ে,চত্বরের দেওয়াল যেন গণশৌচাগার
[ভালুকা ডট কম : ১৩ জানুয়ারী]
“মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ”। যেখানে জড়িয়ে থাকে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস। যেটা বহন করে মুক্তিযুদ্ধের নানা স্মৃতিবিজরিত নিদর্শন। অথচ সেই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের দেয়ালকেই ব্যবহার করা হচ্ছে গণশৌচাগার হিসেবে। আবার অনেকেই জুতা পায়ে উঠছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের মূল বেদীতে। কেউবা তোলে সেলফি, কেউবা ব্যস্ত থাকে মোবাইলে। নওগাঁর পার্শ্ববতি ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন স্টেশন সান্তাহার। আর এমনই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিহত শহীদদের স্মরণে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের চত্বরে। এর জন্য দায়ী কি? সচেতনতা নাকি, কঠোর পদক্ষেপ?
জানা যায়, উপজেলার সান্তাহারে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি জড়িয়ে আছে। নানা গুরুত্বপূর্ণ স্থাপনাও রয়েছে এই শহরে। ১৯৭১ সালে প্রায় ২৫হাজার বিহারির বসবাস ছিল এই শহরে। মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে বিহারিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাঙালী নিধন কার্যক্রম শুরু করে। সেই সময় বাঙ্গালীদের উপর শুরু হয় নিপীড়ন নির্যাতন। ১৯৭১ সালের শেষ পর্যন্ত তাদের হত্যাযঙ্গের ভয়ে ভিত না হয়ে প্রতিবাদী হয়ে দাঁড়ায় বাঙ্গালীরা। যার ফলে নিহত হয় উভয় পক্ষের লোকজন। সেই সময় পাকবাহিনী বিহারি হত্যা কান্ডের প্রতিশোধ হিসাবে ব্যাপক হত্যাযঙ্গ চালায় বাঙ্গালীদের উপর। প্রান যায় অনেক হিন্দু, মুসলমানসহ নানা ধর্মের মানুষের। মহান মুক্তিযুদ্ধে নিহত সেই সকল শহীদদের জন্য ঐতিহ্যবাহী সান্তাহারে একটি “মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ” নির্মান করা হয় ২০১৫সালে। আর সেই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের মূল বেদীতে জুতা পায়ে উঠে করছে ঘোরাঘুরি, অনেকে ব্যস্ত থাকে ছবি তোলা নিয়ে, কেউবা ব্যস্ত খোশগল্পে। জুতা পায়ে উঠা নিষেধ থাকলেও তা মানছে না দর্শনার্থীরা। এছাড়া স্তম্ভের দেওয়ালকেই অনেকে গণশৌচাগার হিসেবে ব্যবহার করছে। যার কারণে দূর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে আশেপাশে। পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ চত্বরের যেখানে সেখানে মোটরসাইকেল পার্কিং করে রাখা হচ্ছে। যার কারণে সৌন্দর্য নষ্ট হচ্ছে স্মৃতিস্তম্ভের। বড়োই অভাব আমাদের সচেতনতার!! এমনটাই ক্ষোভ ও দুঃখের সঙ্গে বলছেন সচেতন মহল।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পায়ে উঠা আমাদের কারোই কাম্য নয়। এ বিষয়ে মানুষজনদের আরও সচেতন করতে হবে। সর্বোপরি নিজেদেরকে আরও সচেতন হতে হবে। এছাড়া এটি বন্ধের জন্য সকলকে এক সাথে এগিয়ে আসতে হবে।
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের ডিজাইনার সাজেদুল ইসলাম চম্পা বলেন, স্বাধীনতা আমাদের গৌরবের বিষয়, আমাদের অহংকার আর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ তারই প্রতীক। এখানে জুতা পায়ে ওঠা নিয়ে এর আগেও আমি বহুবার মানুষদের সচেতন করার চেষ্টা করেছি। তিনি ক্ষোভ ও দুঃখের সঙ্গে আরও বলেন, লজ্জায় আমার মাথা অবনত হয়ে আসে। আমি স্তম্ভিত, লজ্জিত হই। মনে মনে ভাবি কাদের জন্য মুক্তিযুদ্ধারা যুদ্ধ করলো? আর কাদের জন্যই বা মুক্তিযুদ্ধের এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করলাম।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
সখীপুরে কবরস্থান দখলের অভিযোগ [ প্রকাশকাল : ০৭ আগস্ট ২০২২ ০৫.২০ অপরাহ্ন]
-
বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে রোল মডেল-খাদ্যমন্ত্রী [ প্রকাশকাল : ২৭ জুলাই ২০২২ ০২.৩৫ অপরাহ্ন]
-
নওগাঁয় সাংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি [ প্রকাশকাল : ২২ জুলাই ২০২২ ০২.০০ অপরাহ্ন]
-
শিক্ষার মান সমুন্নত করুন-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি [ প্রকাশকাল : ২০ জুলাই ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
থামছে না মাদকের বিস্তার,সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন [ প্রকাশকাল : ১৪ জুলাই ২০২২ ০৬.০০ অপরাহ্ন]
-
নওগাঁর চামড়া সমাচার [ প্রকাশকাল : ০৭ জুলাই ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
ভোটারবিহীন নির্বাচন আর করতে দেয়া হবে না [ প্রকাশকাল : ০৫ জুলাই ২০২২ ০৩.৩৭ অপরাহ্ন]
-
সরকার সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করে গণতন্ত্রকে হরণ করছে [ প্রকাশকাল : ০৫ জুলাই ২০২২ ০৩.২৭ অপরাহ্ন]
-
নওগাঁয় চলছে পুলিশের গ্রেফতার বাণিজ্য [ প্রকাশকাল : ২৯ জুন ২০২২ ০৭.০৭ অপরাহ্ন]
-
উদ্বোধনের আগেই দেবে গেলো আঞ্চলিক মহাসড়ক [ প্রকাশকাল : ২৬ জুন ২০২২ ০৪.০৯ অপরাহ্ন]
-
ময়মনসিংহ সিভিল সার্জনের সহকারী বিরুদ্ধে মামলা [ প্রকাশকাল : ২৪ জুন ২০২২ ০৩.২০ অপরাহ্ন]
-
সিরাজগঞ্জে কমছে পানি বাড়ছে দুর্ভোগ [ প্রকাশকাল : ২৪ জুন ২০২২ ০৩.১৩ অপরাহ্ন]
-
সম্প্রীতির অগ্রযাত্রায় নওগাঁ শীর্ষক মতবিনিময় [ প্রকাশকাল : ২১ জুন ২০২২ ০৫.১৩ অপরাহ্ন]
-
বন্যা ও ভাঙ্গন আতঙ্কে যমুনা পাড়ের মানুষ [ প্রকাশকাল : ২০ জুন ২০২২ ০৫.৩০ অপরাহ্ন]
-
যমুনায় পানি বৃদ্ধি ও ভাঙ্গন অব্যাহত [ প্রকাশকাল : ১৬ জুন ২০২২ ০৪.১০ অপরাহ্ন]