বিস্তারিত বিষয়
অমিক্রন প্রতিরোধে বেনাপোল ইমিগ্রেশন উদাসীন
অমিক্রন প্রতিরোধে বেনাপোল ইমিগ্রেশন উদাসীন
[ভালুকা ডট কম : ১৫ জানুয়ারী]
রাষ্ট্রের গুরুত্বপূর্ন প্রবেশদ্বার বেনাপোল স্থলবন্দর এর ইমিগ্রেশনে করোনা ও ওমিক্রণ প্রতিরোধে নেই কোন ব্যবস্থা। পৃথিবী জুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমনে মানুষ যখন আতঙ্ক তখনও বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেয়নি। ঢিলেঢালা ভাবে চলছে ভারত-বেনাপোল ইমিগ্রেশন এর স্বাস্থ্য বিভাগের কার্যক্রম। কয়েক দফায় যশোর সিভিল সার্জনের বেনাপোল বন্দর পরিদর্শনের পরও নেই কোন তদারকি। শনিবার বেলা ১২ টার সময় স্বাস্থ্য বিভাগের অফিসে যেয়ে পাওয়া যায়নি কোন ডাক্তার-কর্মচারী।
প্রতীবেশী রাষ্ট্র ভারতে ওমিক্রণের প্রার্দুভাব চলছে। যার কারনে বাংলাদেশ রয়েছে অত্যান্ত ঝুকিতে। বিশ্বব্যাপি যে ভাবে ওমিক্রণ বাড়ছে তাতে বাংলাদেশেও বাড়ার আশঙ্কা করছে অনেকে। যার জন্য ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের সঠিক পরীক্ষা-নিরীক্ষারও বিশেষ প্রয়োজন বলে মনে করে সচেতন মহল।
ভারত থেকে আসা ঢাকার পাসপোর্ট যাত্রী আব্দুল কাইয়ুম বলেন, ভারতে মহামারি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ভারত বিদেশী যাত্রী ও তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরার সময় পরীক্ষা নিরীক্ষা করছে। আমি বাংলাদেশে প্রবেশ করে দেখছি এখানে ঢিলেঢালা ভাবে তদারকি করছে স্বাস্থ্য বিভাগ। ইমিগ্রেশন ডেস্কে রয়েছে একজন স্বাস্থ্য কর্মী। সে শুধু মাত্র ভারত ফেরত যাত্রীদের করোনা নেগেটিভ সনদ দেখছে। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রবেশ করার কথা থাকলেও ইমিগ্রেশনে তেমন কোন ব্যবস্থা নেই।
বেনাপোল লিংক রোডের আমদানি রফতানি গেটে যেয়ে দেখা গেছে, সেখানে কিছু স্বাস্থ্য বিধিমালা বেনাপোল স্থল বন্দর পালন করছে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে প্রবেশের সময় প্রতিটি গাড়ি জীবানু নাশক ঔষধ দিয়ে স্প্রে করছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। আবার ভারতীয় বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশী পণ্যবাহি রপ্তানি ট্রাকও স্প্রে করছে।
এদিকে আমদানি পণ্য আনলোড না হলে ভারতীয় বন্দর কর্তপক্ষ তাদের দেশের ট্রাক চালকদের বিকালে ফেরত নিচ্ছে। প্রতিদিন বেলা ৪ টার সময় তারা ফেরত যাচ্ছে। স্বাস্থ্য বিধি মেনে তাদের ভারতীয় গেটে পরীক্ষা নিরীক্ষার পর ফেরত নিচ্ছে। আবার তারা বাংলাদেশে পরদিন সকালে প্রবেশ করছে। তবে কিছু ভারতীয় চালক বাংলাদেশে থেকে যাচ্ছে। আর এরা নির্ধারিত জায়গায় হোটেল-রেস্তোঁরা না থাকায় বেনাপোল বাজারসহ বিভিন্ন দোকানপাঠ ও এলাকায় ঘোরা ফেরা করছে।
বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত স্বাস্থ্য সহকারী মামুন হোসেন বলেন, ভারত থেকে যে সব পাসপোর্ট যাত্রী আসছে তাদের করোনা সনদ নেগেটিভ কি না তা আমরা দেখছি এবং সে মোতাবেক কাজ করছি। ডাক্তার নেই কেন জানতে চাইলে তিনি বলেন এখনি চলে আসবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি বলেন, ভারতে ওমিক্রণ সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা স্বাস্থ্য বিধি মেনে কাজ করছি। প্রতিটি যাত্রীর মাস্কপরা নিশ্চিতসহ সামাজিক দুরত্ব বজায় রেখে আমরা কাজ করছি। #
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
সিরাজগঞ্জে বিয়ে করেও জেল খাটালো বর [ প্রকাশকাল : ১৮ মে ২০২২ ০৪.১৭ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড [ প্রকাশকাল : ১৮ মে ২০২২ ০৪.১০ অপরাহ্ন]
-
মুচলেখা দিয়ে মুক্ত হলেন তিন কপোত-কপোতি [ প্রকাশকাল : ১৬ মে ২০২২ ০৫.১৮ অপরাহ্ন]
-
প্রেমিকের বাড়িতে অবস্থান,অতঃপর কারাগার [ প্রকাশকাল : ১৩ মে ২০২২ ০৭.৫০ অপরাহ্ন]
-
হজের প্যাকেজ ঘোষণা, খরচ বাড়লো লাখ টাকা [ প্রকাশকাল : ১১ মে ২০২২ ০৫.২০ অপরাহ্ন]
-
বিশ্বকবির সকল কর্ম বাঙ্গালী জাতির অনুপ্রেরণা-খাদ্যমন্ত্রী [ প্রকাশকাল : ০৮ মে ২০২২ ০৭.৩৩ অপরাহ্ন]
-
দুই বছর পর ঈদগাহ মাঠে হবে ঈদের জামাত [ প্রকাশকাল : ০২ মে ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
দীর্ঘ ৯দিন ছুটির ফাঁদে বেনাপোল স্থলবন্দর [ প্রকাশকাল : ২৮ এপ্রিল ২০২২ ০১.০৫ অপরাহ্ন]
-
সততা ও নিষ্ঠার সাথে দেশ গঠনে অবদান রাখতে হবে- [ প্রকাশকাল : ২৩ এপ্রিল ২০২২ ০৬.০০ অপরাহ্ন]
-
দানবীয় সরকারকে পরাজিত করতে জাতীয় ঐক্য [ প্রকাশকাল : ১৯ এপ্রিল ২০২২ ০৭.২৯ অপরাহ্ন]
-
নীতিমালা ছাড়াই গাছ কাটলেন ইউএনও [ প্রকাশকাল : ১৮ এপ্রিল ২০২২ ০৫.২২ অপরাহ্ন]
-
বেতন,বোনাস ঈদের আগেই পরিশোধের দাবি [ প্রকাশকাল : ১৫ এপ্রিল ২০২২ ০২.১২ অপরাহ্ন]
-
রমনা বটমূলে বোমা হামলার ২১ বছর [ প্রকাশকাল : ১৪ এপ্রিল ২০২২ ০৭.২০ অপরাহ্ন]
-
পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টা পর্যন্ত- [ প্রকাশকাল : ১২ এপ্রিল ২০২২ ০৪.৩০ অপরাহ্ন]
-
সরকারের দুর্নীতি তদন্তের দাবি বিএনপির [ প্রকাশকাল : ১১ এপ্রিল ২০২২ ০৭.১৭ অপরাহ্ন]