বিস্তারিত বিষয়
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে সরকারি স্কুল
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে সরকারি স্কুল,২১জেলায় নেই জেলা শিক্ষা কর্মকর্তা
[ভালুকা ডট কম : ১৬ এপ্রিল]
দেশের ২৫জেলার মতো নওগাঁর কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নেই কোন প্রধান শিক্ষক। যার কারণে বিদ্যালয়গুলোতে বর্তমানে প্রশাসনিকসহ নানা কাজকর্মে জটিলতা দেখা দিয়েছে। ২০০৫সাল থেকে বন্ধ রয়েছে এই নিয়োগ কার্যক্রম। দীর্ঘ ১৬বছর এই পদে নিয়োগ না থাকায় ভয়াবহ সংকট তৈরি হয়েছে। এছাড়া শিক্ষার্থী ভর্তি ও অন্যান্য কার্যক্রমেও বেড়েছে দুর্নীতি।
প্রধান শিক্ষকবিহীন জেলাগুলো হলো যশোর, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, রাজবাড়ি, শেরপুর, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, নওগাঁ, পিরোজপুর, নাচোর, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, মেহেরপুর, ভোলা, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।
অপরদিকে ২১জেলায় নেই কোন মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তাও। ফলে জেলাগুলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি করারও কেউ নেই। জেলাগুলো হলো ফরিদপুর, মাগুড়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাদারীপুর, শরীতপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, জয়পুরহাট, নাটোর, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, জামালপুর, নেত্রকোনা, কক্সবাজার, নোয়াখালী, বান্দরবান ও রাঙামাটি। সহকারি জেলা শিক্ষা কর্মকর্তারা এসব জেলায় ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
মাউশি সূত্রে জানা গেছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে ৩৫১টি প্রধান শিক্ষকের পদ রয়েছে। তার মধ্যে ২৩৩টি শূন্য। মাত্র ৮৯জন প্রধান শিক্ষক দিয়ে চলছে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম। বাধ্য হয়েই সরকারি প্রধান শিক্ষক অথবা যেখানে সহকারি প্রধান শিক্ষক নেই, সেখানে জ্যেষ্ঠ কোনো সহকারি শিক্ষককে প্রধান শিক্ষকের ভারপ্রাপ্ত পদ দিয়ে কোন রকমে জোড়াতালি দিয়ে বছরের পর বছর চালিয়ে নেওয়া হচ্ছে। সারাদেশে বর্তমানে ৪২১জন সহকারি প্রধান শিক্ষক থাকলেও তাদের ফিডার পদ পূর্ন না হওয়ায় পদোন্নতি দেওয়া যাচ্ছে না। আবার কর্মরত প্রধান শিক্ষকদের কাউকে কাউকে প্রশাসনিক প্রয়োজনে সমমানের জেলা শিক্ষা কর্মকর্তার পদে পদায়ন করার কারণেও ওই পদ শূন্য হয়েছে।
জেলার একাধিক সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা বলেন, বছরের পর বছর সহকারি প্রধান শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ায় অনেক বিদ্যালয়ে সৃষ্টি হয়েছে নেতৃত্ব সংকট। শিক্ষকদের অনেকেই তাদের মানতে চান না। আবার একজন জেলা শিক্ষা কর্মকর্তার প্রশাসনিক ক্ষমতা ও আর্থিক ভাবে লাভবান হওয়ার সুযোগ বেশি থাকায় এক শ্রেণির শিক্ষকের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা হতেই আগ্রহ বেশি। এছাড়া প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেতে ঘুষ, দুর্নীতি ও এসিআর হারানোর বা গায়েবের মতো ঘটনাও ঘটানো হয়েছে। তারা আরো বলেন, প্রধান শিক্ষক থাকলে প্রতিষ্ঠান অবশ্যই আরও ভালো চলতো। সকল জটিলতার অবসান ঘটিয়ে এই বিদ্যালয়গুলোতে পাঠদানে গুনগতমান ও প্রশাসনিক কাজে স্বচ্ছতা ফিরিয়ে আনতে অবশ্যই সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, নওগাঁর ৪টি পুরাতন সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ নতুন সরকারি কোন বিদ্যালয়েই প্রধান শিক্ষক নেই। শিক্ষকদের ফিডার পূর্ন না হওয়ার কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে। তবে সরকার বাহাদুর খুব দ্রুতই প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে এমন জটিল সমস্যার ইতি ঘটাবেন। সেই কার্যক্রমগুলো চলমান রয়েছে। আর প্রধান শিক্ষক নিয়োগ হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরার পাশাপাশি গুনগত ও মানসম্মত পাঠদানের পরিবেশ আবার ফিরে আসবে বলে আমি আশাবাদি।।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ
-
রায়গঞ্জ পৌরসভায় নির্মিত ড্রেন বেড়েছে দুর্ভোগ [ প্রকাশকাল : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে চাল বিতরণে অনিয়মের অভিযোগ [ প্রকাশকাল : ২২ আগস্ট ২০২৩ ০২.২৫ অপরাহ্ন]
-
ডিজিটাল প্রতারণার ফাঁদ এমটিএফই [ প্রকাশকাল : ২১ আগস্ট ২০২৩ ০১.৪০ অপরাহ্ন]
-
রাণীনগরে কৃষি উপকরণ বিতরণে অনিয়ম [ প্রকাশকাল : ১২ আগস্ট ২০২৩ ০২.০০ পুর্বাহ্ন]
-
তজুমদ্দিন হাসপাতালে নেই জলাতঙ্ক ও করোনার টিকা [ প্রকাশকাল : ২৪ জুলাই ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
নান্দাইলে অবৈধ কারখানায় হুমকিতে জনজীবন [ প্রকাশকাল : ০৭ জুলাই ২০২৩ ১১.০০ অপরাহ্ন]
-
রাণীনগরে শিক্ষক যখন চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীরা [ প্রকাশকাল : ০৪ জুলাই ২০২৩ ০১.০৫ অপরাহ্ন]
-
অস্তিত্ব সংকটে রায়গঞ্জের চান্দাইকোনা বন্দর [ প্রকাশকাল : ০৩ জুলাই ২০২৩ ০১.১০ অপরাহ্ন]
-
উন্নয়নের ছোঁয়া স্পর্শ করেনি রাণীনগরের হাট [ প্রকাশকাল : ৩১ মে ২০২৩ ০১.১৩ অপরাহ্ন]
-
রায়গঞ্জে ভেস্তে যাচ্ছে সুপেয় পানি সরবরাহ প্রকল্প [ প্রকাশকাল : ২৭ মে ২০২৩ ০৪.৪৪ অপরাহ্ন]
-
নওগাঁর সড়ক সংস্কার কাজে নিম্মমানের উপকরণ [ প্রকাশকাল : ২১ মে ২০২৩ ০২.০৭ অপরাহ্ন]
-
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের আশঙ্কা [ প্রকাশকাল : ১৯ এপ্রিল ২০২৩ ০২.৩০ অপরাহ্ন]
-
নান্দাইলে প্রাথমিকে শিক্ষা কার্যক্রম ব্যাহত [ প্রকাশকাল : ১০ ডিসেম্বর ২০২২ ০২.০০ অপরাহ্ন]
-
নান্দাইলে ৮ বছর কর্মস্থলে অনুপস্থিত সহকারী সার্জন [ প্রকাশকাল : ২৫ সেপ্টেম্বর ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
বিপাকে নওগাঁর চাল ব্যবসায়ীরা [ প্রকাশকাল : ১২ আগস্ট ২০২২ ০৭.০৮ অপরাহ্ন]