বিস্তারিত বিষয়
সাংবাদিকদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সংলাপ
জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সংলাপ
[ভালুকা ডট কম : ১৮ এপ্রিল]
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না, সে বিষয়ে ফোর্স করা সম্ভব না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে নেবে না, সে বিষয়ে ফোর্স করা আমাদের পক্ষে সম্ভব না। তবে দায়িত্ব থাকবে আহ্বান করা, যে আপনারা আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে অংশ না নিলে কিন্তু গণতন্ত্র বিকশিত হবে না। গণতন্ত্র বিকশিত হয় নির্বাচনের মাধ্যমে। সবাইকে চেষ্টা করতে হবে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য।সংলাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কথা এসেছে। আমরা এরইমধ্যে এটি নিয়ে কয়েকটি মিটিং করেছি। যেহেতু বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন। কিন্তু ইভিএমের যে সুবিধাটা সেখানে পেশিশক্তির ব্যবহার হ্রাস করতে পারে, যেখানে সিল দিয়ে ব্যালট বাক্স পূরণ করা যায় না। কাজেই ইভিএমের ভালো দিক আছে। আমরা ইভিএম নিয়ে স্টাডি করছি, যেটা জামিলুর রেজা চৌধুরী বলেছেন। নির্বাচনে কেউ আসল কি আসল না এটা আমাদের দায়িত্ব নয়, সংলাপে কেউ কেউ এমন বলেছেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে স্বচ্ছতা খুব গুরুত্বপূর্ণ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিচরণ যদি থাকে, তারাও রিপোর্ট করতে পারবেন। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এসব বিষয়ের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমাদের সাধারণভাবে ওপেন হতে হবে। তথ্য দিতে হবে বলে মনে করি।আমাদের সৎভাবে দায়িত্ব পালনের স্প্রীহা ও চেষ্টা আছে, থাকবে। ব্যাপক অনিয়মের তথ্য আমাদের কাছে এলে, সাহস নয়, আমাদের দায়িত্ব হবে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার। অনেক বিধান আমাদের অনুকূলে থাকলেও তা প্রয়োগের হার বাড়াতে হবে। নির্বাচনকে হস্তক্ষেপমুক্ত রাখতে যা যা করতে হয়, তা তা করতে হবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতিটি ভোটকেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তা নিশ্চিত করা। অনেক সময় কারচুপি হয়, সেটা রোধ করতে হবে। আমরা আমাদের সামর্থ্য, দক্ষতা বৃদ্ধির চেষ্টা করব। আপনারাও আমাদের সহায়তা করবেন।
সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বলেছেন, আপনারা বিদগ্ধ জন। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে আপনাদের পরামর্শ কাজে লাগবে। আমরা চাই, আস্থার সংকট থাকলে তা কাটিয়ে উঠে অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আপনাদের পরামর্শ নিয়ে পরবর্তী কর্মকৌশল ঠিক করব। ইসির এ ধাপের সংলাপে ৩৯ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সংলাপে উপস্থিত হয়েছেন ২৬ জন।
বেলা ১১টা ৮ মিনিটে শুরু হওয়া সংলাপে অংশ নেন এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, একুশে টিভির হেড অব নিউজ রাশেদ চৌধুরী, বাংলাভিশনের হেড অব নিউজ আব্দুল হাই সিদ্দিক, মাইটিভির হেড অব নিউজ শেখ নাজমুল হক সৈকত, সময় টিভির হেড অব নিউজ মুজতবা দানিশ, ইন্ডিপেন্ডেন্ট টিভির চিফ নিউজ এডিটর আশিস সৈকত, মাছরাঙ্গা টিভির হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা, একাত্তর টিভি প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, দেশ টিভির চিফ নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট, নিউজ২৪ এর এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা, ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলাম, বাংলা ট্রিবিউন এর বার্তা প্রধান মাসুদ কামাল, গ্লোবাল টিভির এডিটর সৈয়দ ইশতিয়াক রেজা, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক মোস্তফা ফিরোজ, নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রধান সম্পাদক তৌফিক ইমরোজী খালিদী, যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, স্পাইস টিভির এডিটরিয়াল হেড তুষার আব্দুল্লাহ, জাগোনিউজের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম জিয়াউল হক প্রমুখ।
বর্তমান নির্বাচন কমিশন গত ১৩ মার্চ প্রথম দফায় ৩০ শিক্ষাবিদকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তাতে সাড়া দিয়ে ১৫ জন উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফার সংলাপে ৩৯ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানালে সংলাপে অংশ নেন ১৯ জন। আর তৃতীয় দফা সংলাপে আমন্ত্রিত ৩৪ সাংবাদিকের মধ্যে ২৩ জন ইসির বৈঠকে অংশ নেন।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ
-
যশোর সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন [ প্রকাশকাল : ২৯ ডিসেম্বর ২০২২ ০৩.০৫ অপরাহ্ন]
-
যশোরের আরবপুর ইউপির ইভিএমে ভোট কাল [ প্রকাশকাল : ০১ নভেম্বর ২০২২ ০৫.১০ অপরাহ্ন]
-
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন [ প্রকাশকাল : ২৫ সেপ্টেম্বর ২০২২ ০৫.০৫ অপরাহ্ন]
-
নান্দাইলে ৪জনের মনোনয়নপত্র দাখিল [ প্রকাশকাল : ১৫ সেপ্টেম্বর ২০২২ ০৬.০৫ অপরাহ্ন]
-
রাণীনগর গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন [ প্রকাশকাল : ২৯ আগস্ট ২০২২ ০২.৩০ অপরাহ্ন]
-
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচন [ প্রকাশকাল : ৩০ মে ২০২২ ০৬.০৩ অপরাহ্ন]
-
নওগাঁতেও শুরু হয়েছে ভোটার হালনাগাদ কার্যক্রম [ প্রকাশকাল : ২০ মে ২০২২ ০৬.০০ অপরাহ্ন]
-
সাংবাদিকদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সংলাপ [ প্রকাশকাল : ১৮ এপ্রিল ২০২২ ০৫.১৮ অপরাহ্ন]
-
বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন [ প্রকাশকাল : ২০ মার্চ ২০২২ ১২.০২ অপরাহ্ন]
-
পত্নীতলায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ [ প্রকাশকাল : ২৩ ফেব্রুয়ারী ২০২২ ০৫.৩৩ অপরাহ্ন]
-
নান্দাইলে ১১ ইউপি চেয়ারম্যান ও সদস্য শপথ গ্রহন [ প্রকাশকাল : ১৭ ফেব্রুয়ারী ২০২২ ০৫.১৫ অপরাহ্ন]
-
নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচন [ প্রকাশকাল : ০২ ফেব্রুয়ারী ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
নান্দাইলে পুন: ভোট গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন [ প্রকাশকাল : ১৭ জানুয়ারী ২০২২ ০৫.০৫ অপরাহ্ন]
-
মনপুরায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন [ প্রকাশকাল : ১৪ জানুয়ারী ২০২২ ০৫.০৬ অপরাহ্ন]
-
পত্নীতলার চারটি ইউনিয়নের ফলাফল স্থগিত [ প্রকাশকাল : ০৬ জানুয়ারী ২০২২ ০৬.৪০ অপরাহ্ন]