বিস্তারিত বিষয়
বৃদ্ধা রাবেয়ার কপালে জোটেনি সরকারের কোন ভাতা
নওগাঁয় গৃহহীন বৃদ্ধা রাবেয়ার রাত কাটে আসমানীর ঘরে,কপালে জোটেনি সরকারের কোন ভাতা
[ভালুকা ডট কম : ০৮ মে]
নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চন্ডিপুর ঘনপাড়া গ্রামের রাবেয়া বিবির (৭০) জীবন কাটছে আসমানীর ঘরে। অর্থসম্পদ না থাকায় নিজের একখন্ড জমিতে বাড়ি নির্মানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারদের দ্বারে দ্বারে ধর্না দিয়েও এই গৃহহীনের ভাগ্যে জোটেনি মাথা গোঁজার মতো একটি ঘর অথচ যাদের থাকার মতো বাড়ি রয়েছে তারাই পাচ্ছে সরকারের দেওয়া বাড়ি এবং স্বচ্ছলরা পাচ্ছে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা।
সরেজমিনে গিয়ে জানা যায়, ওই গ্রামের মৃত-লোকমান হোসেনের স্ত্রী রাবেয়া বিবি। অভাব আর অনটনের চাপে তিনি বর্তমানে অনেকটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। রয়েছে ৩ছেলে। তারাও ছিন্নমূল। দিনমজুরের কাজ করে নিজেদের সমালাতে হিমশিম খাচ্ছে। তাই বাবার রেখে যাওয়া সামান্য একটু জমিতে মাথা গোঁজার মতো একটি বাড়ি নির্মাণ করার মতো সামর্থ নেই তাদের। রাবেয়া বিবি বর্তমানে ভিক্ষা করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে কোনমতে বেঁচে আছেন। প্রতিবেশিরা ফেতরা ও অন্যান্য মানুষের সহযোগিতা নিয়ে রাবেয়ার থাকার জন্য কয়েকটি টিন কিনে একটি কুঁড়ে ঘর তৈরি করে দিয়েছে। কিন্তু বৃষ্টির সময় ঘরের মধ্যে বৃষ্টির পানি পড়ে তাই বসবাস করা অনেকটাই কষ্টকর। আবার ঝড়ের পর বাতাসে উড়ে যাওয়া টিনগুলো কুড়িয়ে এনে আবার রাবেয়াকে রাতে থাকার জন্য ঘর তৈরি করে দিতে হয়। এভাবেই চলছে রাবেয়ার রাত্রিযাপন। তিনি জানান একটি ঘর কেউ দিলে সেখানে নামায পড়তাম কোরআন শরীফ পড়তাম। রাতে এসে একটু শান্তিতে ঘুমাতে পারতাম।
স্থানীয়রা জানান, ১৯৫২সালে জন্ম বৃদ্ধা রাবেয়ার। স্বামীকে হারিয়েছে অনেক আগেই। স্বামীকে হারানোর পর ৩সন্তানকে বড় করতে গিয়ে আর অভাব-অনটনের করাল গ্রাসে আজ রাবেয়া অনেকটাই ভারসাম্যহীন হয়ে পড়েছে। ঘুষ দিতে না পারার কারণে ভাগ্যে জোটেনি বিধবা কিংবা বয়স্ক ভাতাসহ অন্যান্য সরকারের কোন সুবিধা। এই মানুষটির কষ্ট আর আমাদের সহ্য হয় না। আমাদেরও সাধ্য নেই যে তাকে একটি ঘর তৈরি করে দিবো। আমরা বহুবার মেম্বার-চেয়ারম্যানদের বলেছি কিন্তু তারা শোনে না। অথচ যাদের সবকিছুই আছে তাদেরকেই তারা সরকারের ঘর দিচ্ছেন। সরকারের যত সুযোগ-সুবিধা পাচ্ছে তারাই যারা চেয়ারম্যান-মেম্বারদের কাছের মানুষ। তাদের প্রয়োজন না থাকলেও পাচ্ছে আর বাহিরে বেশি দামে সেই সুবিধাগুলো বিক্রি করে দিচ্ছেন অথচ যারা পাবার যোগ্য তাদের কপালে তা জুটছে না।
স্থানীয় মেম্বার আজিজুল ইসলাম মুঠোফোনে জানান, বৃদ্ধা রাবেয়ার ঘর খুবই প্রয়োজন। ঘরের জন্য আমি তার নাম তালিকায় যুক্ত করে দিয়েছি। চ’ড়ান্ত অবস্থার কথা একমাত্র চেয়ারম্যানই বলতে পারবেন যে তার নাম চ’ড়ান্ত তালিকায় স্থান পেয়েছে কি না।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলম রুবেল মুঠোফোনে জানান, রাবেয়ার বিষয়টি তার জানা ছিলো না। তিনি দ্রুত রাবেয়ার বিষয়ে খোঁজ খবর নিবেন এবং তার জন্য যা যা করা সম্ভব তা তিনি করবেন। স্বজনপ্রীতির বিষয়টি তিনি অস্বীকার করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন বলেন, আমি বৃদ্ধা রাবেয়ার বিষয়ে খোঁজ খবর নিয়ে তার বয়স্ক কিংবা বিধবা ভাতাসহ তার জমিতে একটি ঘর নির্মাণের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
নারী ও শিশু বিভাগের অন্যান্য সংবাদ
-
রাণীনগরে মধ্যরাতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও [ প্রকাশকাল : ১৯ সেপ্টেম্বর ২০২২ ০৭.৩২ অপরাহ্ন]
-
সিরাজগঞ্জে ব্যাগের ভিতর থেকে নবজাতক উদ্ধার [ প্রকাশকাল : ২৩ আগস্ট ২০২২ ০৪.১৭ অপরাহ্ন]
-
রাণীনগর হাসপাতালে চালু হলো সিজারিয়ান কার্যক্রম [ প্রকাশকাল : ১১ আগস্ট ২০২২ ০৫.০৭ অপরাহ্ন]
-
নওগাঁয় নির্যাতিতা গৃহবধূ শাপলার সংবাদ সম্মেলন [ প্রকাশকাল : ০১ আগস্ট ২০২২ ০৫.৫২ অপরাহ্ন]
-
রাণীনগরে গৃহবধূর চুল কেটে নির্যাতন,আটক-৩ [ প্রকাশকাল : ১৮ জুলাই ২০২২ ০৫.৫০ অপরাহ্ন]
-
সংগ্রামী জনপ্রতিনিধি খোদেজা খাতুন [ প্রকাশকাল : ০৭ জুলাই ২০২২ ০৫.৩০ অপরাহ্ন]
-
হাসপাতালে জম্মের পর মৃত, বাড়িতে নেওয়ার পর কান্না [ প্রকাশকাল : ০৩ জুন ২০২২ ০৫.৩৩ অপরাহ্ন]
-
বৃদ্ধা রাবেয়ার কপালে জোটেনি সরকারের কোন ভাতা [ প্রকাশকাল : ০৮ মে ২০২২ ০৭.৪০ অপরাহ্ন]
-
নওগাঁয় স্ত্রীকে নির্যাতন,নষ্ট হয়েছে ৫মাসের সন্তান [ প্রকাশকাল : ১২ এপ্রিল ২০২২ ০৪.২০ অপরাহ্ন]
-
সখীপুরে গত এক বছরে ৫৭৮টি বিয়ের বিচ্ছেদ [ প্রকাশকাল : ০৭ মার্চ ২০২২ ০৭.০৭ অপরাহ্ন]
-
নিজের বাল্যবিয়ে বন্ধ করলো ৯ম শ্রেণির শিক্ষার্থী [ প্রকাশকাল : ১৮ ফেব্রুয়ারী ২০২২ ০৮.৩০ অপরাহ্ন]
-
নওগাঁর ব্যালে বালিকা ইরা [ প্রকাশকাল : ২৮ জানুয়ারী ২০২২ ০৪.০০ অপরাহ্ন]
-
গৌরীপুরে রোকেয়া দিবসে সম্মানা পেল তিন নারী [ প্রকাশকাল : ০৯ ডিসেম্বর ২০২১ ০৩.৫০ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে নারী জয়িতাদের সংবর্ধনা [ প্রকাশকাল : ০৯ ডিসেম্বর ২০২১ ০৩.৩৩ অপরাহ্ন]
-
রাণীনগরের খট্টেশ্বের প্রথম নারী চেয়ারম্যান রূমকি [ প্রকাশকাল : ২৭ নভেম্বর ২০২১ ১০.০০ অপরাহ্ন]