বিস্তারিত বিষয়
অবশেষে সংস্কার হচ্ছে রাণীনগরের কেন্দ্রীয় খেলার মাঠ
অবশেষে সংস্কার করা হচ্ছে রাণীনগরের কেন্দ্রীয় খেলার মাঠ,নেওয়া হয়েছে আধুনিকায়নের পদক্ষেপও
[ভালুকা ডট কম : ১৬ মে]
অবশেষে সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ। প্রিয় এই মাঠের সংস্কার এবং আধুনিকায়নের কাজে খুশি ও আনন্দিত এলাকাবাসী। স্থানীয় সাংসদের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাঠে মাটি ভরাট করে উচু করাসহ আধুনিকায়নের এই কাজ শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাধুলায় উপজেলার সোনালী দিনের স্বাক্ষর বহন করে চলেছে কেন্দ্রীয় এই মাঠটি। এই মাঠে একসময় অনুষ্ঠিত হতো বিভাগীয়সহ জেলা-উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। এছাড়াও ক্রিকেট, হ্যান্ডবলসহ উপজেলা পর্যায়ের সব ধরনের খেলা এবং আন্তর্জাতিক মাতৃভাষা, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ জাতীয় ও আঞ্চলিক অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হতো এই মাঠেই। এই মাঠে আয়োজন করা হতো বিভিন্ন ধরনের ছোট-বড় খেলার আসর। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ নিয়মিত শরীর চর্চাও করতো। কিন্তু দীর্ঘদিন এই মাঠের কোন সংস্কার না করার কারণে এবং পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না করেই মাঠের আশেপাশের জায়গা দখল করে অপরিকল্পিত ভাবে ভবন নির্মাণ করার কারণে বর্ষা মৌসুমে বৃষ্টি ও বাসা বাড়ির পানি জমে বছরের পর বছর মাঠটিতে সৃষ্টি হতো কৃত্রিম জলাবদ্ধতার। শুকনো মৌসুমে মাঠ কিছুটা ব্যবহার করা গেলেও বর্ষা মৌসুমে এই মাঠে স্থানীয়রা মাছ শিকার করতো। চাষ হতো কচুরিপানার। এই মাঠটি দিন দিন তার ঐতিহ্য হারিয়ে ফেলতে বসেছিলো। গতবছর এই বিষয়ে দেশের বিভিন্ন প্রিন্ট ও জাতীয় এবং আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল এই মাঠটির ঐতিহ্য ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণ করেন। তারই ফলশ্রুতিতে চলতি মাসের শুরু থেকে এই মাঠটিতে প্রথমে মাটি দিয়ে ভরাট করার কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। এতে করে খুশি ও আনন্দিত উপজেলাবাসী এবং স্থানীয় ক্রীড়ামোদী মানুষরা।
স্থানীয় বাসিন্দা খোকন, রাজু, হাসানসহ অনেকেই বলেন, মাঠ সংস্কারের কাজ দেখে খুবই ভালো লাগছে যে আবার আমরা সকল বয়সের মানুষরা মাঠটিতে খেলাধূলায় মেতে উঠতে পারবো। আবার বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে ও খেলোয়ার এবং দর্শকদের পদচারনায় মুখরিত হয়ে উঠবে এই প্রিয় মাঠটি। কাজ শুরু করায় স্থানীয় সাংসদ ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা। শুধু মাটি দিয়ে ভরাটই নয় আধুনিকায় করতে যা যা দরকার বর্তমান ক্রীড়া বান্ধব সরকার সেই সকল কাজ দ্রুতই সম্পন্ন করবেন বলে আমরা আশাবাদি।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাকির হোসেন জয় বলেন, স্থানীয় গনমাধ্যমকর্মীদের সহযোগিতায় উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দ্রুত মাঠটি সংস্কার করে খেলাধুলার উপযোগী করতে স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি বরাবর জোরালো আবেদন করা হয়। তারই প্রেক্ষিতে মাঠটি সংস্কার করার কাজ শুরু হওয়ায় খুবই ভালো লাগছে। আশারাখি মাঠটিতে মাটি ভরাট করার পর অবশ্যই পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিকায়নের পদক্ষেপও গ্রহণ করবেন এটাই শুধু আমাদের দাবী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, স্থানীয় সাংসদ মহোদয়ের নির্দেশনা মোতাবেক মাঠটিকে উচু করে আধুনিকায়ন করার পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। প্রথমে মাঠটি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে পরবর্তিতে মাঠের তিন দিকে পানি নিষ্কাশনের জন্য ড্রেনও নির্মাণ করা হবে। এই ঐহিত্যবাহী মাঠটিকে আধুনিকায়ন করতে এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন তাই করা হবে।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল বলেন ছোট বেলায় এই মাঠে খেলার আমার অনেক স্মৃতি রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে আজ এই ঐতিহ্যবাহী মাঠটি তার ঐতিহ্য হারাতে বসেছিলো। আমি সাংসদ হওয়ার পরই এই মাঠটিকে সংস্কার এবং আধুনিকায়ন করার পদক্ষেপ গ্রহণ করি। ইতিমধ্যেই সেই কাজ শুরু করা হয়েছে। বর্তমান ক্রীড়াবান্ধব সরকার দেশের প্রতিটি এলাকার হারিয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে অযত্ন আর অবেহলায় পড়ে থাকা খেলার মাঠগুলোকে নতুন করে আধুনিকায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। কারণ বর্তমান প্রজন্ম ও আগামী প্রজন্মকে নিয়মিত মাঠে গিয়ে খেলার প্রতি আগ্রহী করে তুলতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমি আশাবাদি অতি দ্রুতই রাণীনগরবাসীরা নতুনরুপে এই মাঠটিকে ফিরে পাবেন।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
খেলাধুলা বিভাগের অন্যান্য সংবাদ
-
রাণীনগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত [ প্রকাশকাল : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ০৪.৩০ অপরাহ্ন]
-
রাণীনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত [ প্রকাশকাল : ০২ সেপ্টেম্বর ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে ফুটবল টুনামেন্টের উদ্বোধন [ প্রকাশকাল : ০৭ আগস্ট ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
নওগাঁয় কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন [ প্রকাশকাল : ৩০ জুলাই ২০২৩ ০৪.৩৮ অপরাহ্ন]
-
রাণীনগরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল [ প্রকাশকাল : ২৯ জুলাই ২০২৩ ০৪.০০ অপরাহ্ন]
-
মহাদেবপুরে সাঁতার প্রশিক্ষণ সমাপ্ত [ প্রকাশকাল : ২৯ মে ২০২৩ ০৪.০০ অপরাহ্ন]
-
শেষ হলো মধুপুরীয়ান ক্রিকেট টুর্নামেন্ট [ প্রকাশকাল : ২৯ এপ্রিল ২০২৩ ০১.০৭ অপরাহ্ন]
-
রাণীনগরে বিজয় দিবস বাডমিন্টন টুর্নামেন্ট [ প্রকাশকাল : ২৪ মার্চ ২০২৩ ০৪.০০ অপরাহ্ন]
-
নওগাঁয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন [ প্রকাশকাল : ০৫ মার্চ ২০২৩ ০৭.৩০ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত [ প্রকাশকাল : ৩১ জানুয়ারী ২০২৩ ০৪.৩৭ অপরাহ্ন]
-
শার্শায় এ্যাথলেটিক প্রতিযোগিতার উদ্বোধন [ প্রকাশকাল : ১৯ জানুয়ারী ২০২৩ ০৩.১০ অপরাহ্ন]
-
নওগাঁয় শেখ কামাল যুব গেমসের উদ্বোধন [ প্রকাশকাল : ০৮ জানুয়ারী ২০২৩ ০৯.০০ অপরাহ্ন]
-
নওগাঁয় জেলা পুলিশের আয়োজনে দাবা খেলা [ প্রকাশকাল : ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৫.১৫ অপরাহ্ন]
-
নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট [ প্রকাশকাল : ২২ সেপ্টেম্বর ২০২২ ০৫.১৬ অপরাহ্ন]
-
নওগাঁয় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত [ প্রকাশকাল : ০৬ আগস্ট ২০২২ ০৫.৩০ অপরাহ্ন]