বিস্তারিত বিষয়
সিরাজগঞ্জে বিয়ে করেও জেল খাটালো বর
সিরাজগঞ্জে বিয়ে করেও জেল খাটালো বর,থামছে না বরের পরিবারের উপর নির্যাতন
[ভালুকা ডট কম : ১৮ মে]
সিরাজগঞ্জের সলঙ্গায় পরিণত বয়সের প্রেমিক-প্রেমিকা নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করলেও প্রেমিকার বাবার অত্যাচার-নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না প্রেমিক বরসহ তার পরিবার। আইনি প্রক্রিয়ায় বিয়ে করলেও স্ত্রীর বাবার মিথ্যা অপহরণ মামলায় প্রায় আড়াই মাস জেল-হাজত খাটতে হয়েছে প্রেমিককে। জেল থেকে বের হবার পরেও শ্বশুর ও তার স্বজনদের অব্যাহত হত্যার হুমকি ও মারপিটের ভয়ে বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে প্রেমিক রেজাউল করিম রাজু। তাকে না পেয়ে তার পরিবারের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন শুরু করেছে শ্বশুর ও তার স্বজনরা।
জানা যায়, সিরাজগঞ্জর সলঙ্গার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার আলম চাঁদপুর পুর্বপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক কসাইয়ের মেয়ে রাজিয়া খাতুন (১৮) এর সাথে একই গ্রামের শিক্ষক শহিদুল ইসলামের ছেলে রেজাউল করিম রাজু (২১) এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমতাবস্থায় গত ১০ ফেব্রুয়ারী বগুড়া নোটারী পাবলিক কার্যালয়ে তারা দুজন একে অপরের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু রাজিয়ার বাবা আব্দুর রাজ্জাক কসাই বিয়ে মেনে না নেয়ায় ১৪ ফেব্রুয়ারি দুজনে বগুড়া পালিয়ে যায়। এতে রাজিয়ার বাবা ক্ষুদ্ধ হয়ে রাজুর বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে। র্যাব-১২ এর সদস্যরা ২২ ফেব্রয়ারী স্বামী-স্ত্রী দুজনকে আটক করে। পরবর্তীতে রাজিয়াকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার বাবা বাড়ীতে নিয়ে যায়। পুলিশ রাজুকে জেল-হাজতে পাঠায়।
দীর্ঘ আড়াইমাস জেল খেটে বের হয় রেজাউল করিম রাজু। জেল থেকে বের হয়েও রক্ষা হচ্ছে না রাজুর। রাজিয়ার বাবা রাজ্জাক কসাই রাজুকে নানা ভাবে হত্যার হুমকি প্রদান করতে থাকে। এ অবস্থায় রাজু পালিয়ে বেড়ালেও রাজ্জাক কসাই ও তার স্বজনরা বেপোরোয়া হয়ে ওঠে। গত শনিবার রাজ্জাক কসাই তার স্বজনরা রাজুর চাচাতো ভাই রুহুল আমিন ও জাহাঙ্গীরকে মারপিট করে। এমনকি প্রতিনিয়ত তার শিক্ষক বাবা শহিদুল ইসলামকে রাস্তায় নানাভাবে হয়রানি-কটুক্তি করছে।
রেজাউল করিম রাজু বলেন, আমরা দুজনই প্রাপ্ত বয়স্ক। দুজনের সম্মতিতেই বিয়ে করে আমরা বৈধ স্বামী-স্ত্রী। কিন্তু আমার শ্বশুর আমাদের বিয়ে মেনে না নিয়ে উল্টো অত্যাচার-নির্যাতন শুরু করেছে। আমার স্ত্রীর ভাই পুলিশে চাকুরী করায় প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন। এখন প্রতিনিয়ত আমাকে এবং আমার পরিবারকে মারপিট সহ হত্যার হুমকি প্রদর্শন করছে।
রাজুর বাবা শহিদুল ইসলাম জানান, দুজনে নোটারী পাবলিকে বিয়ে করলেও মিথ্যা অপহরণ মামলায় ছেলে জেল খেটেছে। তারপরেও তাদের অত্যাচার নির্যাতন শেষ হচ্ছে না। কয়েকদিন আগে আমার ভাতিজা রুহুল আমিন এবং জাহাঙ্গীরকে তারা মারপিট করেছে।
এ বিষয়ে রাজিয়ার বাবা রাজ্জাক কসাই জানান, আমার মেয়ে কে রাজু জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। এজন্য অপহরন মামলা দায়ের করা হয়েছে। তবে তিনি কাউকে হুমকি দেননি বা মারপিট করেননি বলে জানিয়েছেন। অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রাসেল মিয়া জানান, ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পূর্ণ হবার পর আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে। হুমকির বিষয়টি তার জানা নেই।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ জন [ প্রকাশকাল : ০১ জুন ২০২৩ ০৩.০০ অপরাহ্ন]
-
নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি [ প্রকাশকাল : ২৭ মে ২০২৩ ০৪.৪০ অপরাহ্ন]
-
ভোলার তজুমদ্দিনে পানিসম্পদ প্রতিমন্ত্রী [ প্রকাশকাল : ২৬ মে ২০২৩ ০৫.০৩ অপরাহ্ন]
-
মনপুরায় তিন মাস ধরে নেই ইউএনও [ প্রকাশকাল : ২০ মে ২০২৩ ০১.১০ অপরাহ্ন]
-
রবীন্দ্র জয়ন্তীতে অ-ব্যস্থাপনার দায় স্বীকার [ প্রকাশকাল : ১৯ মে ২০২৩ ০১.৪০ অপরাহ্ন]
-
নওগাঁয় মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক [ প্রকাশকাল : ০৮ মে ২০২৩ ১২.১০ পুর্বাহ্ন]
-
কবিগুরুর ১৬২তম জন্মবার্ষিকী [ প্রকাশকাল : ০৫ মে ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
অদৃশ্য খুঁটির জোরে কর্মস্থলে ২৭ বছর [ প্রকাশকাল : ০৪ মে ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ [ প্রকাশকাল : ০১ মে ২০২৩ ০১.১৩ অপরাহ্ন]
-
ফুলে ফুলে ছেঁয়ে গেছে ডিসির বাংলো প্রাঙ্গন [ প্রকাশকাল : ০১ মে ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
টানা ৫ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর [ প্রকাশকাল : ১৯ এপ্রিল ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
-
রায়গঞ্জে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত [ প্রকাশকাল : ১৯ এপ্রিল ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
ব্যতিক্রমী উদ্যোগ দালাল ছাড়াই মিলছে সেবা [ প্রকাশকাল : ১৮ এপ্রিল ২০২৩ ০৭.৩০ অপরাহ্ন]
-
নান্দাইলে লোডশেডিংয়ে জনজীবন অতীষ্ট [ প্রকাশকাল : ১৭ এপ্রিল ২০২৩ ০৩.০০ অপরাহ্ন]
-
দুই পক্ষের দ্বন্দ্বে আলোর মুখ দেখছে না প্রকল্প [ প্রকাশকাল : ১৪ এপ্রিল ২০২৩ ১২.৩০ অপরাহ্ন]