তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দে জাতি আজ উদ্বেলিত

পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দে জাতি আজ উদ্বেলিত-শিক্ষামন্ত্রী
[ভালুকা ডট কম : ০১ জুন]
কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নবীন বরণ ও বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সল্যুশনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা.দীপুমনি এসব কথা বলেন।বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আয়োাজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন ।

রেজিস্ট্রার সেতুর উদ্বোধনের আনন্দে জাতি আজ উদ্বেলিত, তাদের আনন্দ  ম্লান করে আশঙ্কার দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা হচ্ছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা.দীপুমনি বলেছেন,শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ ছিল। আজ হঠাৎ করে উত্তাপ ছড়াবার একটি অপচেষ্টা হচ্ছে। যখন আরেকটি ৭৫ ঘটানোর হুমকি দেয়া হয়, তখন তার মানে হচ্ছে সেই ৭১ এর পরাজিত শক্তি, ৭৫ এর হত্যাকারী, ২০০৪ এর গ্রেনেড হামলাকারী, ২০১৪এর অগ্নি সন্ত্রাসী, তারাই আবার মাথা চাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে। তারা জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের আগ মুহুর্তে এই যে একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং ঘৃন্য হুমকি দেয়া হচ্ছে যা কোন রাজনীতির ভাষা হতে পারে না। এটি সন্ত্রাসী ও হত্যাকারীর ভাষা। আজকে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করবার যে অপচেষ্টা সেটি সেই ঘৃণ্য অপচেষ্টার অংশ। হত্যাকারীরাই আবার মাথা চাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী অংশ নেয।  প্রতিষ্ঠানটির দুইটি প্রোগ্রামের আওতায় এবার ২০২০-২১ সেশনে  ১০০ জন শিক্ষার্থী ভর্তি হযেেছন। এর আগে কুডরিগ্রামের একটি স্কুলের সঙ্গে ব্লেন্ডেড লার্নিং সল্যুশন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমঝোতা স্মারক স্বাক্ষর হয। এসময় মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের শিক্ষাকার্যক্রম পরিবর্তন করা হয়েছে।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই