বিস্তারিত বিষয়
রায়গঞ্জে পাঁচ হাজার বিঘা জমি জলাদ্ধতার শিকার
রায়গঞ্জে পাঁচ হাজার বিঘা জমি জলাদ্ধতার শিকার,পাট আউশ ও আমণ ধান চাষে অনিশ্চয়তা
[ভালুকা ডট কম : ০৩ জুন]
রায়গঞ্জে প্রায় পাঁচ হাজার বিঘা কৃষি জমি জলাদ্ধতার শিকার হয়েছে। ফলে রোপা বোরোধান পচে নষ্ট হয়েছে। যদি জলাবদ্ধতা নিরসন না হয় তবে আসন্ন মৌসুমে পাট, আউশ ও আমন ধান চাষ করা সম্ভব হবেনা বলে আশঙ্কা ব্যক্ত করেছেন এলাকার বোরো চাষে ক্ষতিগ্রস্থ কৃষকেরা।
উপজেলা কৃষি অফিসের প্রদত্ত তথ্য ও সরেজমিন পরিদর্শনের জানাযায়, ধামাইনগর ইউনিয়নে পানি নিষ্কাশন নালা বন্ধ করে কাজী ফার্ম নামক একটি কারখানা স্থাপন করা, কিছু পুকুর খনন ও কয়েকটি কালভার্টের উজানে স্থাপনা নির্মাণ করার কারণে ঐ ইউনিয়নের চান্দের পাইকড়া, বাকাই, ক্ষিরিতলা, শিবপুর, মহিষাচাপড়, বড়াইল, দেবীপুর উত্তর ফরিদপুর ও বিনোদবাড়ি মৌজার প্রায় ৪৫০ বিঘা জমি জলাবদ্ধতার শিকার হয়েছে।
ঐ ইউনিয়নের বিনোদবাড়ি গ্রামের কৃষক মণিলাল মাহাতো, শিবপুর গ্রামের আক্কাস আলী ও গোলাম মোস্তফা বলেন জলাবদ্ধতার কারণে বোরো চাষে যে ক্ষতি হয়েছে তা পুরণ হবার নয়। উপরন্তু অধিকাংশ, জমিতে পাট আঊশ ও আমন ধান আবাদ করা সম্ভব হবেনা। অনুরূপ হতাশা ব্যক্ত করলেন সোনাখাড়া, ধুবিল, ঘুরকা, চান্দাইকোনা, ধানগড়া, নলকা, পাঙ্গাসী ও ব্রহ্মগ্রাছার কৃষক যখাক্রমে রামকৃষ্ণ গুন, ছানোয়ার হোসেন, সেলায়মান আলী, কামরুজ্জামান রাজু, আব্দুল্লাহ, আব্দুস ছালাম, দীপক চক্রবর্তী, আব্দুস সাত্তার, আশরাফ আলী ও রফিকুল ইসলাম।
সোনাখাড়া ইউনিয়নে ব্যাপকহারে পুকুর খনন করার কারণে পানি নিষ্কাশন নালা বন্ধ হওয়ায় ঐ ইউনিয়নের কলিয়া, গোপালপুর, শ্রীরামপুর ও সোনাখাড়া মৌজায় ৩০০ বিঘা জমি জলাবদ্ধতার শিকার হয়েছে। একই কারণে ধুবিল ইউনিয়নে দাদপুর, মালতীনগর, গোপিনাথপুর মৌজায় ৩৩৮ বিঘা জমি পানির তলায় রয়েছে। একই কারণে ঘুরকা ইউনিয়নে শ্যামনাই, বাসুদেবকোল দক্ষিণপাড়া, পিরানের পাড়া, শৈলাবিল জগন্নাথপুর, জঞ্জালীপাড়া, গাড়াক্ষেত পুরানপাড়ায় ৪১৩ বিঘা জমি জলমগ্ন রয়েছে। হাটিকুমরুল (সিরাজগঞ্জ রোড়) বগুড়া মহাসড়কে ফোরলেনের কাজের জন্য রায়গঞ্জের গদাইপুর (জোড়পুল) নামক স্থানে ব্রিজ বন্ধ করে দেওয়ায় চান্দাইকোনা ইউনিয়নের কোদলাদিগর, সিমলা, তবারীপাড়া, দাথিয়া বেণীমাধব, দাথিয়া দিগর এলাকায় প্রায় ১ হাজার বিঘা জমি জলাবদ্ধতার শিকার হয়েছে।
ধানগড়া ইউনিয়নে রায়গঞ্জ-লাহোর সড়কে নিম্নাঞ্চলে কোন সেতু না থাকায় ২৬২ বিঘা জমি জলমগ্ন হয়ে রয়েছে। নলকা ইউনিয়নে পানি নিষ্কাশন নালার মুখে বাঁধ দিয়ে চরফরিদপুর আদর্শগ্রাম (গুচ্ছগ্রাম) নির্মাণ করার কারণে দাদপুর দাসপাড়া, পুর্ব ফরিদপুর মৌজায় ৩০০ বিঘা জমি জলামগ্ন হয়ে রয়েছে। পাঙ্গাসী ইউনিয়নে ব্রাহ্মণবাড়িয়া গ্রামের শফিকের বাড়ির পাশে খাল বন্ধ করায় ঐ ইউনিয়নের দুবলাগাড়ি বিল, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের পুর্ব, পাঙ্গাসী বাজারের নাহিদ সুপার মার্কেটের দক্ষিণপাশের ও ব্রাহ্মণবাড়িয়া মল্লিক বাড়ির পশ্চিম এলাকায় মোট ১হাজার ৫০ বিঘা জমি জলাবদ্ধতার শিকার হয়েছে। ধানগড়া-সিরাজগঞ্জ সড়কে কালিয়া বিলের ব্রিজ থেকে পাশর্বর্তী ইটভাটা পর্যন্ত নয়ন ঝুলি বন্ধ করে দেয়ার কারণে কালিয়াবিল এলাকার ১হাজার বিঘা জমি জলাবদ্ধতার শিকার হয়েছে। রায়গঞ্জ পৌর এলাকার মাঠে সেতু বিহীন রাস্তা নির্মান করার কারণে প্রায় ১০০ বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.শহীদুল ইসলাম বলেন ইউএনও মহোদয়কে নিয়ে জলাবদ্ধ বেশ কয়েকটি স্থান তিনি পরিদর্শন করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি ইত্তেফাককে বলেন জলাবদ্ধতার নিরসন না হলে উপজেলার বেশ কয়েকটি মাঠে নিয়মিত চাষাবাদ সম্ভব হবে না। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি একাধিকবার অবহিত করেছেন বলে জানান। #
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
কৃষি/শিল্প বিভাগের অন্যান্য সংবাদ
-
নওগাঁয় নায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন আমচাষীরা [ প্রকাশকাল : ১১ জুন ২০২২ ০৪.০০ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে গরু হৃষ্টপুষ্টকরণ ভিটামিন বিতরণ [ প্রকাশকাল : ০৭ জুন ২০২২ ০৭.০৬ অপরাহ্ন]
-
রায়গঞ্জে পাঁচ হাজার বিঘা জমি জলাদ্ধতার শিকার [ প্রকাশকাল : ০৩ জুন ২০২২ ০৫.৫০ অপরাহ্ন]
-
বাজারে আসা শুরু করলো নওগাঁর আম [ প্রকাশকাল : ২৫ মে ২০২২ ০৩.৩০ অপরাহ্ন]
-
রায়গঞ্জে লাগাতার বৃষ্টিতে কাটা ধান পচে নষ্ট হচ্ছে [ প্রকাশকাল : ১৩ মে ২০২২ ০৭.৩৪ অপরাহ্ন]
-
২৫মে থেকে বাজারে আসছে নওগাঁর আম [ প্রকাশকাল : ১১ মে ২০২২ ০৫.১৩ অপরাহ্ন]
-
রায়গঞ্জে গোখাদ্যের দাম বৃদ্ধিতে বিপাকে খামারিরা [ প্রকাশকাল : ১১ মে ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
নওগাঁয় ধান কাটা-মাড়াইয়ের শ্রমিক-সংকটে কৃষক [ প্রকাশকাল : ০৯ মে ২০২২ ০৭.১৫ অপরাহ্ন]
-
নওগাঁয় ভর্তুকিতে থ্রেসার মেশিন পেলো কৃষকরা [ প্রকাশকাল : ২৮ এপ্রিল ২০২২ ০১.০০ অপরাহ্ন]
-
কঞ্চি থেকে বাঁশের চারা! [ প্রকাশকাল : ২৫ এপ্রিল ২০২২ ১১.৩০ অপরাহ্ন]
-
নওগাঁয় কৃষি প্রণোদনার সার-বীজ বিতরন [ প্রকাশকাল : ২৪ এপ্রিল ২০২২ ০৬.০০ অপরাহ্ন]
-
রায়গঞ্জে একদিনে তিন ব্লকে মাঠ দিবস অনুষ্ঠিত [ প্রকাশকাল : ১৮ এপ্রিল ২০২২ ০৫.২০ অপরাহ্ন]
-
নওগাঁয় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ [ প্রকাশকাল : ০৯ এপ্রিল ২০২২ ০৫.২৪ অপরাহ্ন]
-
নান্দাইলে একজন মাঠ কর্মকর্তা দিয়ে চলছে কৃষি সেবা [ প্রকাশকাল : ০৫ এপ্রিল ২০২২ ০৪.০৭ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে সূর্যমুখীর চাষ হতে পারে নতুন সম্ভাবনা [ প্রকাশকাল : ০৪ এপ্রিল ২০২২ ০২.০০ অপরাহ্ন]