বিস্তারিত বিষয়
রাণীনগরে গাভী পালনে ভাগ্য খুলেছে মান্নানের
রাণীনগরে গাভী পালনে ভাগ্য খুলেছে মান্নানের,সৃজন হচ্ছে নতুন নতুন খামার
[ভালুকা ডট কম : ২২ নভেম্বর]
নওগাঁর রাণীনগরে চাকরীর পেছনে না ছুটে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়া, দেশের আমিষের চাহিদা পূরণ ও বেকার মানুষদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আব্দুল মান্নান ২০১৭সালে উপজেলার মালশন গ্রামের মালতিপুকুর নামক স্থানে ১৭বিঘা জমিতে গড়ে তোলেন আমিন হাসান এগ্রো লি: নামে এক সমন্বিত খামার। এই খামারের প্রধান একটি অংশ হচ্ছে গাভী পালন ও মোটাতাজাকরন। তার দেখাদেখি লাভজনক এই পশু পালনে ঝুকছেন অনেকেই। বর্তমানে মান্নানের খামারে ১২জন বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মান্নানের খামারে বর্তমানে গরু আছে ৪২টি। খামারের গরু থেকে প্রতিদিন প্রায় ৪৫-৫০লিটার দুধ পাওয়া যায়। কিন্তু দুধের স্থানীয় কোন বাজার না থাকায় দুধ উৎপাদন করে মান্নানকে অনেকটা লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে গোয়ালাদের কাছে। যদি স্থানীয় ভাবে দুধের নির্দিষ্ট বাজার কিংবা বহুজাতিক কোম্পানি দুধ সংগ্রহ করতো তাহলে মান্নানের মতো খামারীদের দুধ উৎপাদন করে লোকসান গুনতে হতো না। বর্তমান খামারে উৎপাদিত দুধ দিয়ে নিজেদের চাহিদা পূরণের পর স্থানীয়দের চাহিদাও পূরণ হচ্ছে। বর্তমানে মান্নানের খামারে শাহীওয়াল, ফ্রিজিয়ান, ব্রাহমাসহ কয়েকজাতের গরু আছে। ইতিমেধ্যই মান্নানের দেখাদেখি ওই গ্রামসহ তার আশেপাশের গ্রামগুলোতে ছোট-বড় ১৬টি নতুন খামার তৈরি হয়েছে। ওই সব খামারে কেউ গাড়ল, কেউ গরু, কেউ ছাগল, কেউ মাছ আবার কেউ কেউ দেশী প্রজাতির হাঁস-মুরগি পালন করছেন।
খামারী আব্দুল মান্নান বলেন, আমার খামারটি মূলত সমন্বিত হওয়ার কারণে আমি একদিকের লাভ দিয়ে অন্যদিকটাকে সচল রাখার চেস্টা করছি। বর্তমানে আমার খামারে ব্রাহমাজাতের ৩টি ষাড় বিক্রির উপযোগি হলেও বাজারে দাম না থাকায় তা বাজারজাত করতে পারছি না। এছাড়া দুধ বিক্রিতে তো লোকসান দিয়েই আসছি। তবুও খামারটি আমার স্বপ্ন হওয়ার কারণে সচল রাখা ও আরো সম্প্রসারিত করার চেস্টা করে আসছি। আমার খামারে আধুনিক পদ্ধতিতে প্রাকৃতিক ও সুষম খাবার প্রদানের মাধ্যমে সম্পূর্ন হালাল উপায়ে গরু ও গরুর বাছুর লালন-পালন করা হয়। যদি সরকারের পক্ষ থেকে বড় ধরনের সহযোগিতা পাই তাহলে খামারটিকে আরো বড় করার ইচ্ছে আছে।
পার্শ্ববর্তি গিরিগ্রামের ছোট খামারী বুলবুল আহমেদ বলেন মান্নান ভাইয়ের দেখাদেখি আমিও বাড়িতে কয়েকটি গরু পালন শুরু করেছি। তবে দিন দিন গো-খাদ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে আমরা খামারীরা লোকসানের মধ্যে রয়েছি। এছাড়া সরকারের প্রণোদনাও আমাদের ভাগ্যে জোটে না। যার কারণে বর্তমানে গরু মোটাতাজাকরন কিংবা লালন-পালন ব্যয়বহুল হওয়ার কারণে অনেক ছোট খামারীরা খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, মান্নানের খামারটি একটি আদর্শ খামার। প্রাণি সম্পদের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা খামারী মান্নানকে প্রদান করার চেস্টা করবো। যাতে করে খামারী মান্নান আরো উজ্জ্বিত হন এবং তার খামারে নতুন নতুন কর্মসংস্থানের পাশাপাশি দেশের প্রাণিজও আমিষের চাহিদা পূরন হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মহির উদ্দীন বলেন, আমার দেখা মতে জেলায় যতগুলো খামার আছে তার মধ্যে মান্নানের সমন্বিত খামারটি একটি আদর্শ খামার। গ্রামের মধ্যে এমন একটি সমন্বিত খামার সত্যিই একটি দৃষ্টান্তর। আমার দপ্তরের লোকজন সব সময় খামারটিকে পর্যবেক্ষন করে আসছে। প্রাণি সম্পদ বিভাগের পক্ষ থেকে খামারী মান্নানকে সব সময় সহযোগিতা প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন, স্থানীয় ভাবে খামারের দুধ বাজারজাত করার বিষয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দুধ ও দুগ্ধজাত সামগ্রী তৈরি করে খামারীরা যেন নিজেরাই বাজারজাত করতে পারে সেই পথটি উন্মুক্ত হবে। আর এতে করে খামারীদের দুধ নিয়ে আর কোন চিন্তা করতে হবে না। বেকার সমস্যা দূরকরন ও দেশের প্রাণিজও আমিষের চাহিদা পূরণে এই সব খামারের ভ’মিকা অনেক বেশি হওয়ার কারণে সরকার সব সময় খামারীদের পক্ষে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছে। আমি আশাবাদি সরকারের গৃহিত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন হওয়ার মাধ্যমে দেশের খামারীরা অনেক লাভবান হবেন।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ
-
নওগাঁয় র্যাব হেফাজতে মৃত্যুর অভিযোগ [ প্রকাশকাল : ২৭ মার্চ ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
-
নওগাঁয় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত [ প্রকাশকাল : ২১ মার্চ ২০২৩ ০৪.৩০ অপরাহ্ন]
-
সড়ক দূর্ঘটনায় সাংবাদিক নিহত [ প্রকাশকাল : ১৫ মার্চ ২০২৩ ০৩.৩০ অপরাহ্ন]
-
শার্শায় প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে হতাহত ৩ [ প্রকাশকাল : ১৩ মার্চ ২০২৩ ০১.৩০ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত [ প্রকাশকাল : ১০ মার্চ ২০২৩ ০১.৩০ অপরাহ্ন]
-
সিরাজগঞ্জে কর্পোরেশনের জায়গা দখলের অভিযোগ [ প্রকাশকাল : ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ০৪.৫০ অপরাহ্ন]
-
নওগাঁয় ডোবা থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার [ প্রকাশকাল : ১০ ফেব্রুয়ারী ২০২৩ ০৩.০৩ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে সড়ক দুঘটনায় নিরাপত্তা প্রহরী নিহত [ প্রকাশকাল : ২২ জানুয়ারী ২০২৩ ০৭.৩০ অপরাহ্ন]
-
সিরাজগঞ্জে নসিমনের ধাক্কায় ব্যবসায়ী নিহত [ প্রকাশকাল : ১৮ জানুয়ারী ২০২৩ ০৩.২০ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত এক [ প্রকাশকাল : ১০ জানুয়ারী ২০২৩ ০৮.০০ পুর্বাহ্ন]
-
ভিক্ষুক শীতার্তদের মাঝে কম্বল বিতরন [ প্রকাশকাল : ১০ জানুয়ারী ২০২৩ ০৭.০০ পুর্বাহ্ন]
-
কালিয়াকৈরে কলোনি ও গুডাউন ভস্মিভূত [ প্রকাশকাল : ২৯ ডিসেম্বর ২০২২ ০৩.১০ অপরাহ্ন]
-
সিরাজগঞ্জে ট্যাঙ্কলরীর চাপায় কলেজছাত্র নিহত [ প্রকাশকাল : ২৮ ডিসেম্বর ২০২২ ০১.৩০ অপরাহ্ন]
-
শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু [ প্রকাশকাল : ২৭ ডিসেম্বর ২০২২ ০৬.২৯ অপরাহ্ন]
-
রাণীনগরে কালভার্ট ভেঙ্গে চলাচলে দূর্ভোগ [ প্রকাশকাল : ৩০ নভেম্বর ২০২২ ০৮.২০ অপরাহ্ন]