তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় প্রতিপক্ষের হামলায় ৬নারী আহত

ভালুকায় প্রতিপক্ষের হামলায় ৬নারী আহত ৯ লাখ টাকার মালামাল লুট
[ভালুকা ডট কম : ১১ ফেব্রুয়ারী]
ময়মনসিংহের ভালুকা উপজেলা জমি সংক্রান্ত বিরুদের জের হিসাবে প্রতিপক্ষের হামলায় ৬নারী আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শক্রবার দুপুরে  উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নে সোনাখালী গ্রামে।আহত নারীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় শক্রবার রাতে তানিয়া আক্তার নামে এক নারী বাদী হয়ে ইউপি মেম্বার সহ ১২ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ও থানায় দেয়া অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার সোনাখালী গ্রামে প্রবাসী ফরিদ মিয়া গংদের সাথে একই এলাকার মোস্তফা গংদের জমাজমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে এরই জের হিসাবে ঘটনারদিন দুপুরে ৯নং ওয়ার্ডের মেম্বার ইউসুব আলীর নেতৃত্বে মোস্তফা গংদের ৩০/৩২ জনের সঙ্গবন্ধ দল দা,লাঠি,রড নিয়ে ফরিদ মিয়ার বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়,এসময় নারীরা বাধা দিতে আসলে তাদের উপর হামলা চালায়।হামলায় স্কুল ছাত্রী মল্লিকবাড়ী শহিদ নাজিমউদ্দিন স্কুল এন্ড কলেজের এস.এস.সি পরিক্ষারর্থী জাকিয়া সুলতানা(১৫),জামিলা খাতুন(৪৫),আকলিমা খাতুন(৪৩),রুমেলা খাতুন(৫০),সালমা খাতুন(৩০)ও রহিমা খাতুন(৭০)আহত হন।আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা সাস্থ্যকমপ্লে´ ও পরে আশংকাজনক অবস্থায় ৬ নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় শক্রবার রাতে তানিয়া আক্তার নামে এক নারী বাদী হয়ে ৯নং ওয়ার্ডের মেম্বার ইউসুব আলীর ও মোস্তফাসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা১৫/২০ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তানিয়া আক্তার জানান, ইউসুব আলী মেম্বার ও মোস্তফাসহ ৩০/৩২ জনের একটি সন্ত্রাসীদল অর্তিকৃত আমাদের বাড়ীতে এসে হামলা চালিয়ে বাড়ীর সকলকে মারপিট করে আহত করেন । এসময় হামলকারীরা বাড়ী নির্মানের জন্য ৮লাখ টাকা মূল্যের ৮টন রডসহ বিভিন্ন মালামালল লুট করে নিয়ে যায়।এসময় বাড়ীতে ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।

অভিযোক্ত ইউপি সদস্য ইউসূব আলীর নাম্বারে ফোন দিলে ফোনটি বন্দ থানায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। প্রতিপক্ষ মোস্তফা জানান,আমাদের উপর ও হামলা করেছে। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন মামলা প্রক্রিয়াধীন।আসমী গ্রেফতার ও মালামাল উদ্ধারে চেষ্ঠা চলছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই