বিস্তারিত বিষয়
পুরাই আলঝালিখাল্লা-সাজিদ রহমান
পুরাই আলঝালিখাল্লা-সাজিদ রহমান
[ভালুকা ডট কম : ১০ মার্চ]
সম্প্রতিকাল থেকে শুরু হয়েছে। কেউ আমাকে ফোন দিলে কিংবা আমি কাউকে ফোন দিলে শুরুতেই একটা কাজ করছি। কিংবা কাজটা করতে বাধ্য হচ্ছি। কল কল রিসিভ হওয়ার সাথে বলতে হচ্ছে, আপনি সঠিক লোকের সাথেই কথা বলছেন। আমি সেই সাজিদ, যে সাজিদকে কল দিয়েছেন। কসম বাংলার মাটি! ভয় পেয়েন না।
অনেক সময় এমনও হচ্ছে, নিজের পরিচয় দেয়ার সুযোগও পাচ্ছি না। তার আগেই কেউ কেউ বেশ খানিকটা ভড়কে যাচ্ছেন। কি বলবেন, বুঝে উঠতে পারছেন না। কি যে মুশকিল! মুশকিলটা ঠিক কোন পক্ষের তা তৃতীয় পক্ষ দ্বারা নির্ধারণ করা যেতে পারে! তবে স্বস্তির বিষয় হচ্ছে, ঘটনাটা সাময়িক। সেটা দূরীকরণে এলাচ, আদা, লবঙ্গ, তেজপাতার সাথে হালকা করে লেবুর রসে গরম পানির থেরাপি চলছে। আপনারা বেশ অধৈর্য হয়ে পড়ছেন। এবার ঝেড়ে কেশে ঘটনার আদ্যোপান্ত জানাই। গত পরশুদিন সকালে ঠান্ডা লেগে কণ্ঠস্বর পুরাই “আলঝালিখাল্লা” হয়ে গেছে। এখন যদি আলঝালিখাল্লার অর্থ জানতে চান তাহলে চুপ থাকা ছাড়া কোন উপায় নেই। কারন শব্দটা মাত্রই আবিষ্কার করলাম। এর অর্থ এখনও ঠিক হয়নি।
বর্ষার দিনে সন্ধার দিকে চারিদিক থেকে নানাবিধ শব্দ আসা যাওয়া করে। এর মধ্যে ব্যাঙের চেঁচামেচিটাই বেশি। অন্ধকারে ঢোড়াসাপ ওত পেতে থেকে সেই শব্দ শোনে। তারপর সুযোগ বুঝে বড় কোলাব্যাঙ শিকার করে। কিন্তু ব্যাঙের ওভার সাইজের জন্য পুরোপুরি পেটে চালান দিতে পারে না। ঐ সময় জীবন বাঁচাতে সেই ব্যাঙ এক ধরনের শব্দ করে থাকে। শব্দটা ঠিক কেমন তা এখানে লিখে বোঝাতে পারবোনা। তবে এটুকু বলতে পারি, সেই শব্দে বেশ তীক্ষ্ণতা থাকে, থাকে বাচার আকুতি। সব মিলিয়ে সেটা বেশ করুন প্রকৃতির হয়। যদি গ্রামে থাকার কিংবা যাতায়াতের অভিজ্ঞতা থাকে তাহলে বেশ মিলাতে পারবেন। আমি বলতে চাচ্ছি, ঐ শব্দটাই আলঝালিখাল্লা। আমার কন্ঠের অবস্থাও ঢােড়া সাপের অর্ধেক পেটে যাওয়া কোলাব্যাঙের সেই শব্দের মত হয়েছে। মানে আলঝালিখাল্লার মত।
প্রমাণও পেলাম একটু আগে। বাসায় কথা বলছিলাম। সাফিন ও ওর মা বিষয়টা বুঝে চেপে গেছে। কিন্তু মা জননী সাফিয়া? সে আমার আলঝালিখাল্লা শুনে হেসে একদম লুটোপুটি। কথা আর বাড়ালাম না। পরে না আবার হাসতে হাসতে হুটোপুটি লেগে যায়। অনেক সময় অধিক হাসিতে পেটে খিল ধরে যায়। সেটা আবার আরেক মুশকিলের জন্ম দিতে পারে। কথা শেষ করে এলাচ, আদা, লবঙ্গ, তেজপাতার পানির সাথে হালকা করে লেবুর রসে গরম পানি মিশিয়ে ফের খেতে লাগলাম। সাথে সুধীজনের জন্য একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি রয়েছে। এই স্টাটাস পড়ে আলঝালিখাল্লা প্রমাণ করার জন্য কেউ কল দিয়েন না। যদি প্রমাণ পাই সেই জন্য কল দিয়েছেন, তাহলে দেশের একটি বেসরকারি টিভির মালিকের গাওয়া গানের রেকর্ড শুনিয়ে দেবো। মাইরি বলছি।
অশুভ আলঝালিখাল্লার মাঝে শুভ হোক গোটা রাত্রি। (এই লেখাটা বন্ধু এম এম হাসিবকে উৎসর্গ করছি। বিজিতের পলায়নবিদ্যার প্রচারনায় এরকম লেখা আসছেনা বলে সে হালকা অনুযোগ করেছিলো। আর সেখান থেকেই এই আলঝালিখাল্লা চলে আসলো। লেখক- নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ, নওগাঁ।
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর [ প্রকাশকাল : ২৩ মার্চ ২০২৩ ০৩.০০ অপরাহ্ন]
-
মাহে রমযানকে স্বাগত জানিয়ে স্বাগত র্যালী [ প্রকাশকাল : ২২ মার্চ ২০২৩ ০৪.৩০ অপরাহ্ন]
-
পুরাই আলঝালিখাল্লা-সাজিদ রহমান [ প্রকাশকাল : ১০ মার্চ ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
দেশ আর পেছনে ফিরে তাকাবে না -প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ১০.০০ পুর্বাহ্ন]
-
রায়গঞ্জে চরম বিপাকে ইটভাটা ব্যবসা [ প্রকাশকাল : ২৯ জানুয়ারী ২০২৩ ০৮.০০ অপরাহ্ন]
-
জাতীয় স্কাউট জাম্বুরীর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ২৫ জানুয়ারী ২০২৩ ০৫.৩০ অপরাহ্ন]
-
জাতীয় স্কাউট জাম্বুরী-২০২৩ [ প্রকাশকাল : ২২ জানুয়ারী ২০২৩ ০৫.৩০ অপরাহ্ন]
-
যশোরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত [ প্রকাশকাল : ০৮ জানুয়ারী ২০২৩ ০৭.০০ অপরাহ্ন]
-
প্রাণ ফিরে পাচ্ছে নওগাঁর তুলশীগঙ্গা নদী [ প্রকাশকাল : ০৭ জানুয়ারী ২০২৩ ১২.৩৪ অপরাহ্ন]
-
মানুষের সমাগমে মাক্স পরা প্রয়োজন-স্বাস্থ্যমন্ত্রী [ প্রকাশকাল : ০৪ জানুয়ারী ২০২৩ ০৫.০০ অপরাহ্ন]
-
অনলাইনে গেটপাস জটিলতায় পেট্রাপোল বন্দর [ প্রকাশকাল : ০৩ জানুয়ারী ২০২৩ ০৪.৩৮ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার [ প্রকাশকাল : ২৭ ডিসেম্বর ২০২২ ০৬.২৩ অপরাহ্ন]
-
ওমিক্রনের ধরন বিএফ-৭ সতর্কতা জারি [ প্রকাশকাল : ২৭ ডিসেম্বর ২০২২ ০৬.২০ অপরাহ্ন]
-
হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়েই মায়ের জানাজায় [ প্রকাশকাল : ২১ ডিসেম্বর ২০২২ ০২.০৫ অপরাহ্ন]
-
০৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস [ প্রকাশকাল : ০৬ ডিসেম্বর ২০২২ ০৩.০০ অপরাহ্ন]