বিস্তারিত বিষয়
ভালুকায় ড্রাইভারের মৃত্যু,থানায় মামলা
ভালুকায় ড্রাইভারের মৃত্যু,থানায় মামলা
[ভালুকা ডট কম : ১৫ সেপ্টেম্বর]
ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামের এক পিকআপ চালক কে রাজিব খা (১৯) চুরির অপবাদ দিয়ে বেঁধে মারধর করায় অপমান সইতে না পেরে মঙ্গলবার রাতে ওড়না দিয়ে ফাঁসিতে আত্বহত্যা করেন। ফাঁসি দেয়ার পর রাজিবের পা এবং হাটু মাটিতে লেগে থাকা অবস্থায় পুলিশ উদ্ধার করে। নিহতের পরিবার দাবি করছেন তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় রাজিবে মা রাজিয়া খাতুন বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, গত সোমবার রাত আনুমানিক ৪টার সময় রাজিব বাড়িতে ফির ছিলেন। ভরাডোবা ঘাটাইল সড়কের বাঁকসাতরা মোড়ে পৌঁছলে পাশের মাছের খামারের নৈশ প্রহরিরা চোর চোর বলে চিৎকার শুরু করলে রাজিব ভয়ে দৌড় দেয়।পরে রাজিবকে আটক করে মেদুয়ারী গ্রামের ইসমাইল হোসেন তোহা(৬০),ফরহাদ হোসেন(২৫),সারোয়ার হোসেন (৩০), শারফুল(২৫), আঃ রাজ্জাক(৫০) ও খাইরুল ইসলাম(৩৫)এর নেতৃত্বে পিটুনি দেয় এবং রশি দিয়ে বেঁধে মাটিতে ফেলে রাখে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় রাজিবের পরিবারের লোকজনকে খবর দিলে স্থানীয় ইউপি সদস্য আমান উল্লাহ কাছ থেকে মুচলিকা দিয়ে মা তাঁকে ছাড়িয়ে নেন। পর দিন মঙ্গলবার রাতে রাজিব বাড়ি এসে রাতে খাবার খেয়ে শোয়ে পড়েন। সকালে ঘুম থেকে ওঠে রাজিবকে না পেয়ে খোজাখোঁজি করতে গিয়ে দেখা পায় গোয়াল ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলছে। তাঁর পা এবং হাটু মাটিতে লেগে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতে মা বাদি হয়ে ৬জনের নাম উল্লেখ করে আত্বহত্যা প্ররোচনায় একটি মামলা করেন।
নিহতের কলেজ পড়ুয়া ছোট বোন নাছিমা আক্তার জানান,আমার ভাই একজন ড্রাইভার সে চুরি করতে যাবে কেন? তাঁর কুয়েতের ভিসা হয়ে গেছিল। কয়েক দিনের মাঝেই তিনি কুয়েত চলে যাওয়ার কথা। আমার ভাইকে ঘুম থেকে ডেকে নিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তা না হলে আমার ভাইয়ের পা,হাটু কেন মাটিতে লাগানো থাকবে? আমার ভাইয়ের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। ময়না তদন্তের সময় আঘাতে চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় ইউপি সদস্য আমান উল্লাহ জানান, ভোর রাতে আমাকে ফোন করা হয়েছিল চোর ধরা হয়েছে। আমি এসে দেখি রাজিবকে বেঁধে স্থানীয় মোজাম্মেলের দোকানের বারান্দার মেঝে ফেলে রাখা হয়েছে। স্থানীয় লোকজনের সামনে থেকে তার মা লিখিত দিয়ে ছাড়িয়ে নেন।
মামলা তদন্ত কর্মকর্তা এস,আই খন্দকার আল রাজী জানান, রাজিবের হাত,পা পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। আসামি ধরার জন্য চেষ্টা চলছে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ
-
ভালুকায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান [ প্রকাশকাল : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ০৫.৩০ অপরাহ্ন]
-
ভালুকায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ [ প্রকাশকাল : ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১১.০০ অপরাহ্ন]
-
ভালুকায় দুর্ঘটনায় আহত লিমনকে অর্থ সহায়তা [ প্রকাশকাল : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২.২০ পুর্বাহ্ন]
-
ভালুকায় বিশুদ্ধ পৃথিবী’র বৃক্ষরোপন [ প্রকাশকাল : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৩.০০ অপরাহ্ন]
-
ভালুকায় আন্তর্জাকি নদী দিবস উপলক্ষে র্যালী [ প্রকাশকাল : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০১.৫০ অপরাহ্ন]
-
ভালুকায় বনের জমি উদ্ধার [ প্রকাশকাল : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০২.১২ অপরাহ্ন]
-
উপজেলা প্রেসক্লাব ভালুকা এর কমিটি গঠন [ প্রকাশকাল : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
-
ভালুকায় বিশ্ব পরিবেশ দিবস পালিত [ প্রকাশকাল : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
ভালুকার জলাবদ্ধতায় ৫০ পরিবারের ভোগান্তি [ প্রকাশকাল : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০২.২৫ অপরাহ্ন]
-
ভালুকায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ [ প্রকাশকাল : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০২.২০ অপরাহ্ন]
-
ভালুকায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ [ প্রকাশকাল : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
-
ভালুকায় সরকারের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক [ প্রকাশকাল : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
ভালুকায় কৃষিতে পেপে চাষে কাকনের ভাগ্য বদল [ প্রকাশকাল : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০১.৩০ অপরাহ্ন]
-
ভালুকায় বিরল প্রজাতির শঙ্খিনী সাপ উদ্ধার [ প্রকাশকাল : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০৩.৩০ অপরাহ্ন]
-
ভালুকায় সন্ত্রাসী হামলায় মা-ছেলে সহ আহত ৩ [ প্রকাশকাল : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০২.০৩ অপরাহ্ন]