বিস্তারিত বিষয়
ভালুকায় কৃষিতে পেপে চাষে কাকনের ভাগ্য বদল
অনার্স মাষ্টার্স করে চাকুরী নয়
ভালুকায় কৃষিতে পেপে চাষে কাকনের ভাগ্য বদল
[ভালুকা ডট কম : ১৯ সেপ্টেম্বর]
ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালি গ্রামের অনার্স মাষ্টার্স করা শরীফ হোসাইন কাকন চাকুরীর পিছনে না ছুটে কৃষিতে টপলেডি জাতের পেপে আবাদ করে ব্যাপক সফলতা অর্জণ করে ভগ্যের চাকা ঘুড়াতে সক্ষম হয়েছেন। ১৭ সেপ্টেম্বর রোববার ডাকাতিয়া ইউনিয়নের অঙ্গারগাড়া গ্রামে গিয়ে দেখাযায় সদা হস্যজ্জল এক যুবক পেপে বাগান পরিচর্যায় ব্যস্ত।
তার সাথে কথা হলে তিনি জানান ২০১৬ সালে তীতুমীর কলেজ থেকে ইতিহাসে অনার্স ও ২০১৭ সালে ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ব বিদ্যালয় কলেজ হতে মাষ্টার্স করার পর চাকুরীর পিছনে ঘোরা ঘোরি না করে কৃষি কাজের উদ্যোগ গ্রহন করেন। এ ব্যাপারে তার পিতা মজিবর রহমানের উৎসাহ পেয়ে পেপে চাষের সিদ্ধান্ত নেন। পাশ্ববর্তী আঙ্গার গাড়া গ্রামে ৩ একর ৮৮ শতাংশ জমি লিজ নিয়ে তাতে টপলেডি জাতের পেপের আবাদ শুরু করেন। । গত বছর জমির ভাড়া, বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিক ইত্যাদি বাবদ ১২ লাখ টাকার মত খরচ হয়। গত বছর ফল ধারক ৩৫০০ গাছ হতে পেপে বিক্রি হয় ২১ লাখ টাকা। খরচ বাদ দিয়ে ৯ লাখ টাকার মত মুনাফা পান তিনি।গত বারের তুলনায় এ বছর পেপের বাজার ভাল হওয়ায় তিনি ২৮ থেকে ৩৫ লাখ টাকা বিক্রির আশা করছেন।
স্ত্রী সাবিনা ইয়াসমিন ঢাকা বিশ্ব বিদ্যালয় হতে ফিলোসফিতে অনার্স মাষ্টার্স করেছেন। তিনি স্বামীর কৃষি কাজে সার্বিক সহযোগিতা ও উৎসাহ দিয়ে চলেছেন। সামিয়ান আহম্মেদ নামে আড়াই বছরের এক ছেলে সন্তাান রয়েছে তাদের। তিনি জানান প্রায় ৪ একর জমি বর্গা নিয়ে গত ৪ বছর যাবৎ টপলেডি জাতের পেপের আবাদ করে মোটামোটি অর্থনৈতিক সফলতা পেয়েছেন। সংসারের অভাব অনটন অনেকটা দুর করতে পেরেছেন। স্বামী-স্ত্রী উভয়ে উচ্চ শিক্ষিত হওয়া সত্বেও তারা চাকুরীর জন্য বসে না থেকে জমি চাষ করে সফল পেপে চাষী হিসাবে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এলাকার অনেক শিক্ষিত বেকার যুবকের কাছে শরীফ হোসাইন কাকন দম্পত্তি এখন অর্থ নৈতিক স্বাবলস্বী হওয়ার অনুপ্রেরনা।
একের ভিতর দুই কাঁচা পেপে সবজি পাঁকা হলে ফল। কাঁচা পেপে তরকারী, ভাজি, ভর্তা হিসাবে সকলের কাছে সমাদৃত আর পাঁকা পেপে স্বাস্থ্যের জন্য উপকারী হওয়ায় সর্বত্রই এর ব্যাপক চাহিদা থাকায় বর্তমানে ভালুকার বিভিন্ন এলাকায় বানিজ্যিক ভাবে এর আবাদ বেড়ে গেছে। ভালুকার উৎপাদিত পেপে দেশের বিভিন্ন জেলায় রপ্তানী করে চাষীরা লাভবান হচ্ছেন। শরীফ হোসাইন জানান চলতি মৌসুমে জমি চাষ, বীজ ক্রয়, চারা তৈরী, চারা রোপন, পারিচর্যা, সার কীটনাশক ও যাবতীয় কাজ কর্ম বাবদ প্রায় ১৫ লাখ টাকার উপরে খরচ হয়েছে। পেপের চারা সাধারণত ফাল্গুন চৈত্র মাসে লাগানো হয়। আবহাওয়া অনুকূল হলে সার কীটনাশক দিয়ে সঠিক পরিচর্যা করতে পারলে ১২০ দিন অর্থাৎ ৪ মাসের মাথায় ফলন আসা শুরু হয়। রোগ বালাই নাশকে উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে কীটনাশক ও সার দিয়ে পরিচর্যা করে থাকেন। একটি গাছ পর্যায়ক্রমে একাধারে ৫ থেকে ৬ মাস পর্যন্ত প্রতি মৌসুমে ফল দিয়ে থাকে। বর্তমানে ৩০/৪০ টাকা কেজি দরে পেপে বিক্রি করছেন। গাছ থেকে পেপে নামিয়ে বাজার জাত করার জন্য কাগজে মুড়িয়ে বস্তাবন্দী করা হয়। পরে ট্রাকভরে ঢাকার কারওয়ান বাজারে নিয়ে পাইকারী দামে বিক্রি করেন। সর্ব সাকুল্য খরচ বাদ দিয়ে চলতি মৌসুমে ১৫ থেকে ১৬ লাখ টাকা মুনাফা পাবেন বলে তিনি আশা করছেন। তিনি জানান ঝাড় জংলার চালা জমির আগাছা পরিষ্কার করে শক্ত মাটি চষে নরম বানিয়ে চাষোপযোগী করে তাতে পেপের আবাদ শুরু করেন। তার দেখাদেখি অনেকেই ফেলে রাখা পতিত জমিতে পেপে বাগান করে সংসারে অর্থনৈতিক স্বাচ্ছন্দ ফিরিয়েছেন। তিনি মনে করেন শিক্ষিত বেকার যুবকদের অর্থনৈতিক সমস্য দুর করতে চাকুরীই একমাত্র উপায় না ভেবে নিজের কিংবা অন্যের জমি লিজ নিয়ে পেপে সহ বিভিন্ন অর্থকরী ফসলের আবাদ করে ব্যপক লাভবান হওয়া সম্ভব।
ভালুকার হবিরবাড়ী, মল্লিকবাড়ী, চাঁনপুর, ডাকাতিয়া, আঙ্গারগাড়া, উথুরা, নয়নপুর, কাদিগড়, পাড়াগাঁও সহ বিভিন্ন গ্রামে পেপের ব্যাপক আবাদ হচ্ছে। উপজেলা উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা এনামুল হক জানান এ বছর প্রায় ৩০০ হেক্টর জমিতে টপলেডি ও রেড লেডি জাতের পেপে আবাদ হয়েছে। পেপে লাভ জনক ফসল হওয়ায় চাষীরা আবাদে বেশী আগ্রহী হচ্ছেন।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ
-
ভালুকায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান [ প্রকাশকাল : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ০৫.৩০ অপরাহ্ন]
-
ভালুকায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ [ প্রকাশকাল : ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১১.০০ অপরাহ্ন]
-
ভালুকায় দুর্ঘটনায় আহত লিমনকে অর্থ সহায়তা [ প্রকাশকাল : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২.২০ পুর্বাহ্ন]
-
ভালুকায় বিশুদ্ধ পৃথিবী’র বৃক্ষরোপন [ প্রকাশকাল : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৩.০০ অপরাহ্ন]
-
ভালুকায় আন্তর্জাকি নদী দিবস উপলক্ষে র্যালী [ প্রকাশকাল : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০১.৫০ অপরাহ্ন]
-
ভালুকায় বনের জমি উদ্ধার [ প্রকাশকাল : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০২.১২ অপরাহ্ন]
-
উপজেলা প্রেসক্লাব ভালুকা এর কমিটি গঠন [ প্রকাশকাল : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
-
ভালুকায় বিশ্ব পরিবেশ দিবস পালিত [ প্রকাশকাল : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
ভালুকার জলাবদ্ধতায় ৫০ পরিবারের ভোগান্তি [ প্রকাশকাল : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০২.২৫ অপরাহ্ন]
-
ভালুকায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ [ প্রকাশকাল : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০২.২০ অপরাহ্ন]
-
ভালুকায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ [ প্রকাশকাল : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০২.০৫ অপরাহ্ন]
-
ভালুকায় সরকারের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক [ প্রকাশকাল : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
ভালুকায় কৃষিতে পেপে চাষে কাকনের ভাগ্য বদল [ প্রকাশকাল : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০১.৩০ অপরাহ্ন]
-
ভালুকায় বিরল প্রজাতির শঙ্খিনী সাপ উদ্ধার [ প্রকাশকাল : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০৩.৩০ অপরাহ্ন]
-
ভালুকায় সন্ত্রাসী হামলায় মা-ছেলে সহ আহত ৩ [ প্রকাশকাল : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০২.০৩ অপরাহ্ন]