তারিখ : ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

লক্ষ্মীপুরে ভাংচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়া

লক্ষ্মীপুরে ভাংচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়া
[ভালুকা ডট কম : ২৫ নভেম্বর]
নির্বাচনের তফসিল ঘোষনার পর পরই লক্ষ্মীপুরে ব্যাপক ভাংচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার রাত ৮ টা থেকে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা নির্বাচনী তফসিল প্রত্যাহার করে বিক্ষোভ মিছিল ও দোকানপাট ভাংচুর করে।

 লক্ষ্মীপুরে উত্তর তেমুহনী, দক্ষিন তেমুহনী, আলীয়া মাদ্রাসার সামনে, দালাল বাজার, মান্দারী, ভবানীগঞ্জ সহ জেলার বিভিন্ন স্থানে ১৮দলের নেতা কর্মীরা টায়ারে অগ্নিসংযোগ করে রাস্তা অবরোধ করে রাখে এবং প্রায় শতাধিক ককটেলের বিস্ফোরন ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে। লক্ষ্মীপুর উত্তর তেমুহনীতে ১৮দলের নেতাকর্মীরা বেশ কয়েকটি দোকান ভাংচুর করলে পুলিশ তাদের ধাওয়া করে চত্রভঙ্গ করে দেয়, ফলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুরা শহরে এখন আতংক বিরাজ করছে। এসময় শহরের অলিগলি সহ মেইন রোডের সকল দোকান পাট ও যানবাহন বন্ধ করে দেওয়া হয় এবং রাস্তা ছিলো পাকা। পরিস্থিতি নিয়ন্ত্রনে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে।
    
অপর দিকে, নির্বাচনের তফসিল ঘোষনার পর আনন্দ মিছিল বের করে জেলা যুবলীগ। মিছিলটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামীলীগ কার্যালয়ে শেষ করে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই