তারিখ : ০১ মে ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
[ভালুকা ডট কম : ১৩ এপ্রিল]
ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের বেতন বৃদ্ধি,শ্রেনীকক্ষে ফ্যান না থাকা ও অনুপস্থিতির জন্য জরিমানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ ১৩এপ্রিল রবিবার দুপুরে ওই বিদ্যালয়ের কয়েক’শ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে স্বারকলিপি প্রদান করে। শিক্ষার্থীরা জানায়,শ্রেনীকক্ষে ফ্যান না থাকায় প্রচন্ড গরমে তাদের ক্লাস করা সম্ভব হয়না। তাছাড়া বেতন বৃদ্ধি,একদিন অনপুস্থতির জন্য ১০০ টাকা জরিমানা  দিতে হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্যাহ চৌধুরী বেতন বৃদ্ধির কথা স্বিকার করে বলেন, প্রতিটি শ্রেনীকক্ষেই ফ্যান রয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি ঠিক রাখার কারণে জরিমানার নিয়ম করা হয়েছে। এতে উপস্থিতির হার বেরেছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়,স্কুলের নাম করে কতিপয় ছাত্র রাস্তাঘাটে বিভিন্ন স্থানে অপ্রীতিকর কাজে লিপ্ত থাকে। ফলে ওই স্কুলের শিক্ষকদের নানা প্রকার অনাকাঙ্খীত প্রশ্নের সম্মুক্ষিন হতে হয়।
   
উপজেলা নির্বাহী কর্মকর্তা ছরোয়ার হোসেন বলেন, সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমানকে স্বারকলিপির বিষয়টি তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।    



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই