তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাজীপুরের কাপাসিয়ার আটটি গ্রাম

বৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাজীপুরের কাপাসিয়ার আটটি গ্রাম
[ভালুকা ডট কম : ১৮ এপ্রিল]
বৈশাখের ঝড়ে লন্ডভন্ড হয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিন ইউনিয়নের আট গ্রাম। ১৮ এপ্রিল শুক্রবার ভোররাত আনুমানিক ৩ টার দিকে ব্যাপক বৃষ্টিপাত ও কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গ্রামের গাছপালা। এতে দরিদ্র কৃষকের শুকনো ধান ক্ষেতে পানি পেয়ে যেমন উপকার হয়েছে তেমনি  ঝড়ে লন্ডভন্ড হয়েছে তাদের ফলদ গাছ।

ঝড়ে ক্ষতিগ্রস্থ গ্রামগুলো হলো উপজেলার বারিষাব ইউনিয়নের লোহাদী, পাঁচুয়া, গোসের কান্দি, নয়া সাঙ্গুন, সুলতানপুর, কুশদি, টোক ইউনিয়নের বীর উজলী, রায়েদ ইউনিয়নের বেলাশীসহ বিভিন্ন গ্রাম।

টোক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল জানান, শুক্রবার ভোর রাতে হঠাৎ ঝড়ে উপজেরার ৩ ইউনিয়নের ৮টি গ্রামের মধ্যে বীর উজলী গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নয়াসাঙ্গুন গ্রামের জামাল উদ্দিন জানান, নয়াসাঙ্গুনে প্রচুর বৃষ্টি ও ঝড়ে কলা ক্ষেতের বাগান, কাঁঠাল গাছ ও কালো আকাশী গাছের  ক্ষয়ক্ষতি হয়েছে। বেলাশী গ্রামের কৃষক মোস্তফা কামাল বলেন, বৃষ্টিতে বুরো ফসলের উপকার হয়েছে এবং আগামী ১৫ দিন জমিতে পানি লাগবে না। 



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই