তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁর ইকরাতারা গ্রামকে ধূমপানমুক্ত ঘোষনা

নওগাঁর ইকরাতারা গ্রামকে ধূমপানমুক্ত ঘোষনা
[ভালুকা ডট কম : ১৯ এপ্রিল]
নওগাঁয় ধূমপান ও দাঁতের ক্যান্সার প্রতিরোধ বিষয়ক উদ্ধুদ্ধকরন সভা, র‌্যালী ও ভিডিও চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আলাউদ্দিন।

শনিবার সকালে সদর উপজেলার স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন ও আদর্শ গ্রাম ইকরতারা কমিউনিটি ক্লিনিকে পটুয়াখালী ডেভলপমেন্ট অর্গানাইজেশান (পিডিও) এর সহযোগীতায় স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রালয় এর আয়োজন করে।

কমিউনিটি ক্লিনিকের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ আনজুমান আরা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছার রহমান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোমিনা সুলতানা রিসোর্স পার্র্সনের দায়িত্ব পালন করেন। সভায় ৪০ জন নারী-পুরুষ অংশ গ্রহন করে।

বক্তারা, ধুমপান, দাঁতের ও লান্স ক্যান্সারের উপর বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে একটি র‌্যালী বের করে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। শেষে প্রধান অতিথি স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন ও আদর্শ গ্রাম ইকরতারকে ধুমপানমুক্ত গ্রাম হিসেবে ঘোষনা করেন।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই