তারিখ : ০১ মে ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় পুলিশ পরিচয় দিয়ে অপহরণ করে নিয়ে গেছে এক কলেজ ছাত্রকে

ভালুকায় পুলিশ পরিচয় দিয়ে অপহরণ করে নিয়ে গেছে এক কলেজ ছাত্রকে
[ভালুকা ডট কম : ২০ এপ্রিল]
ভালুকায় পুলিশ পরিচয়ে এক হোমিওপ্যাথিক কলেজের ছাত্রকে রাতের আধাঁরে বাড়ি থেকে আপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, ১৯এপ্রিল শনিবার দিবাগত ভোর রাতে পুলিশের পোষাক পরিহিত ৭/৮ জনের একটি দল উপজেলার মেদুয়ারী পানিবান্ডা গ্রামের কলিমউল্যাহর বাড়িতে গিয়ে ডাকা-ডাকি শুরু করে। এ সময় গৃহকর্তা কলিম উল্যাহ দরজা খোলে ঘরের বাহিরে এসে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেন এবং তার ছেলে ময়মনসিংহ হোমিওপ্যাথিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইউসূফ আলী সোহাগ (১৮) কে তাদের সাথে থানায় নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়।

রবিবার সকালে অপহৃতার পিতা ভালুকা মডেল থানায় যোগাযোগ করে জানতে পারে পুলিশ তাকে থানায় আনেননি। গৃহকর্তা কলিমউল্যাহ জানান,আমার ছেলে ইউসুফ আলীর বিরুদ্ধে থানায় কোন মামলা বা অভিযোগ নেই।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান,এ ঘটনার সাথে ভালুকা মডেল থানা পুলিশের কোন যোগসুত্র নেই। তিনি বলেন,পুলিশের অন্য কোন সংস্থা তাকে নিয়ে গেছে কি-না তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।      





সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই