তারিখ : ০২ মে ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ক্রিকেট খেলায় ঝগড়ায় আহত স্কুল ছাত্রের মৃত্যু

ভালুকায় ক্রিকেট খেলায় ঝগড়ায় আহত স্কুল ছাত্রের মৃত্যু
[ভালুকা ডট কম : ২০ এপ্রিল]
ভালুকায় ক্রিকেট খেলায় প্রথম ব্যাটিং করাকে কেন্দ্র করে তর্কবিতর্কের এক পর্যায়ে এক পক্ষের খেলোয়ারের ব্যাটের আঘাতে আহত স্কুল ছাত্রের তিনদিন পর চিকিৎসাধিন অবস্থায় আজ(২০এপ্রিল)রোবরার বিকেলে মৃত্যু হয়েছে।
   
স্থানীয় সূত্রে জানা যায়,গত (১৮এপ্রিল) শুক্রবার সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ১নং-ওয়ার্ড কেতার ভিটা ও ২নং-ওয়ার্ড জ্ঞানীরমোড়ের মাঝে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। প্রথমে কে ব্যাট করবে এ নিয়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে ভান্ডাব আফতাবউদ্দিন মেমোরিয়াল একাডেমীর নবম শ্রেনীর ছাত্র ক্রিকেট খেলোয়ার জনি(১৫) প্রতিপক্ষের ব্যাটের আঘাতে মারাত্মক আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন পর (২০এপ্রিল) রোববার সকালে জনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বিকেল ৩ টার দিকে রাস্তায় সে মারা যায়। সে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের আবুল হাশেমের ছেলে। জনির মা স্বামী পরিত্যক্তা আবেদা খাতুন (৩২) পৌরসদরের ২নং-ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে হোটেলে কাজ করে ছেলেকে ওই স্কুলে পড়াতো। জীবন যোদ্ধে হেরে গিয়ে,এক মাত্র ছেলেকে হাড়িয়ে,আবেদা খাতুন আজ পাগল প্রায়।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই