তারিখ : ০১ মে ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকার সর্বত্র এখন অপহরন আতঙ্ক

ভালুকায় অস্ত্রের মুখে অপহরণের শিকার হলেন এবার দুই শিক্ষক
ভালুকার সর্বত্র এখন অপহরন আতঙ্ক
[ভালুকা ডট কম : ২৮ এপ্রিল]
ভালুকায় রাতের আধাঁরে ঘরের দরজা ভেঙে অস্ত্রেরমুখে এবার তুলে নিয়ে যাওয়া হলো দুই শিক্ষককে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে উপজেলার পাঁচগাও গ্রামে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে ওই গ্রামের আলহাজ্ব শামছুদ্দিন মুন্সীর বাড়িতে গিয়ে ৮/১০ জনের একটি অস্ত্রধারীদল দরজা খোলার জন্য ডাকাডাকি শুরু করে।বাড়ির  লোকজন ঘরের দরজা না খোলায়,আস্ত্রধারীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজনদের অস্ত্রেরমুখে জিম্মি করে তার ছেলে স্থানীয় গণজাগরণ টিউটিরিয়াল কোচিং সেন্টারের প্রধান শিক্ষক কামাল হোসেন সবুজকে (৩৫) ও চাচাতো ভাই জয়নাল আবেদীনের ছেলে একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক স্বপনকে (২৮) ঘর থেকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়।

স্বপনের পিতা জয়নাল আবেদীন জানান, প্রথমে অস্ত্রধারী লোকজন দরজা ভেঙে আমার ছেলের ঘরে প্রবেশ করে এবং দরজা না খোলায় তাকে মারধর করে। পরে আমার ছেলে বউ রুমা আক্তার ও তিন বছর বয়সি একমাত্র নাত্মী সারাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বপনকে জোরপূর্বক তোলে নিয়ে যায়। এ সময় তার ছেলেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে অস্ত্রধারী ব্যক্তিরা সকালে থানায় খোঁজ নেয়ার জন্য বলেন। তিনি আরো জানান, স্বপনকে নিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী লোকজন ভাতিজা সবুজসহ অপরিচিত অপর এক যুবককে হাতকড়া লাগিয়ে আমার বাড়িতে আসে।
    
অপহৃত সবুজের ছোটে ভাই রব্বানী জানান, তার ভাই সবুজ স্ত্রী রেশমা (২৫) মেয়ে সিথি (১২) ও শিশু ছেলে রাফিদকে নিয়ে ঘুমিয়ে ছিল। ভোররাতে অস্ত্রধারী কয়েকজন লোক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগেই ভাইকে হাতকড়া লাগিয়ে ঘর থেকে তুলে নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় পৃথক দু’টি সাধারণ ডায়েরী করা হয়েছে এবং সে অনুযায়ী তদন্ত চলছে। এএসপি সার্কেল মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে।

প্রসঙ্গত, এদিকে ব্যাংক কর্মকর্তা উপজেলার মর্চি গ্রামের ইলিয়াস উদ্দিনকে ২১এপ্রিল রাতে ময়মনসিংহ গুলপুকুরপাড় থেকে অস্ত্রধারীররা একটি মাইক্রোবাসযোগে তুলে নেয়ার এক সপ্তাহ পার  হলেও তার কোন হদিস পাওয়া যায়নি।
    
গত ১৯ এপ্রিল শনিবার রাতে পুলিশ পরিচয়ে বন্দুকধারি ৭/৮ জন লোক উপজেলার পানিবান্ডা গ্রামের কলিমউল্যাহর বাড়ি থেকে তার ছেলে ময়মনসিংহ হোমিওপ্যাথিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইউসূফ আলী সোহাগকে (১৮) এবং একই রাতে পাশের পানিবান্ডা গ্রামের ফয়জুল হকের ছেলে ঢাকা তিতুমির কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বছির আহমেদ (২২) পাচঁগাও গ্রামের আজাহার আলীর ছেলে মোর্শেদ আলী ও তার ছোট ভাই সোহেলকে  ঢাকা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হন। বাড়ি থেকে তুলে নেয়া সোহাগের পিতা কলিমউল্যাহ জানান, গত ১০ দিনেও তার ছেলের কোন সন্ধান মিলেনি। অপরদিকে ঢাকা থেকে নিখোঁজ তিন ছেলের ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা কোন সন্ধান দিতে পারেননি বলে তাদের পরিবার জানান। নিখোঁজ বছিরের বড় বোন ঢাকা তিতুমির কলেজের ইসলামী স্টাডিজের ছাত্রী রহিমা আক্তার রিয়া জানান, ভাইয়ের সন্ধানে ঢাকার বিভিন্ন থানায় ঘুরেও একটি ডায়েরী করতে পারিনি। গত ২৩ এপ্রিল দুপুর তিনটা থেকে রাত ৮ টা পর্যন্ত যাত্রাবাড়ি থানায় বসিয়ে রেখেও ডায়েরী নেননি। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন সহযোগিতা পাইনি।

এ ছাড়াও র‌্যাব পরিচয়ে গত ৫ মার্চ রাতে উপজেলার ভায়াবহ পূর্বপাড়া গ্রামের আসাদুল্যাহর বাড়িতে গিয়ে র‌্যাব পরিচয়ে অস্ত্রধারী ১০/১২ জনের কালোকাপড় পরিহিত একদল লোক ঘরের দরজা ভেঙ্গে আসাদুল্যাহর তিন ছেলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (ঢুয়েট) ছাত্র ও গাজীপুর জেলার শ্রীপুরের পেনডুয়া সোয়েটারের ইঞ্জিনিয়ারিং সেকশনের কর্মকর্তা আবু হানিফ (২২), ভালুকা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী নাজমুল (১৮) ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছানোয়ারকে (১৪) কালোকাপড়ে চোখ মুখ ডেকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ৩দিন পর রাতে চোখ বেঁেধই বাড়ি থেকে ৮ কিলোমিটার দুরে মল্লিকবাড়িমোড় নামক স্থানে  রাস্তায় রেখে যায়।  

{ সংবাদ - জহিরুল ইসলাম জুয়েল , তমাল কান্তি সরকার }



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই