তারিখ : ০২ মে ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় দোকানের গোডাউন থেকে ৭০টি কালী গোখরার বাঁচ্চা উদ্ধার

ভালুকায় দোকানের গোডাউন থেকে ৭০টি কালী গোখরার বাঁচ্চা উদ্ধার
[ভালুকা ডট কম : ০৪ মে]
রোববার সকালে ভালুকা পৌর সদরের হক সুপার মার্কেটের সার্বির এন্টারপ্রাইজের গোডাউন থেকে ৭০টি কালী গোখরা সাপের বাঁচ্চা উদ্ধার করা হয়েছে।

দোকান মালিক আজিজুল হক জানান,গত ২/৩দিন পূর্বে ওই দোকানের গোডাউন থেকে মালভর্তি কাটুন খুলে একটি কালী গোখরা সাপের বাঁচ্চা দেখতে পায়। পরবর্তীতে প্রায় প্রতিদিনই বিভিন্ন কাটুন থেকে সাপের বাঁচচা বাহির হতে থাকলে ঘটনার দিন দুপুরে ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের সর্প ওঝা আফতাব উদ্দিনকে খবর দেয়। পরে ওই গোডাউনের বিভিন্ন স্থান থেকে ৭০টি কালী গোখরা সাপের বাঁচ্চা উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রকাশের পর শতশত লোক সাপের বাঁচ্চা দেখতে ওই দোকানে ভিড় জমায়।

হৃদয় নামে ওই দোকানের এক কর্মচারী জানান, গত তিনি দিন বিভিন্ন সময়ে তারা ওই গোডাউন থেকে বেশ কয়টি সাপের বাচ্চা মেরেছেন। সাপের ওই বাচ্চা আটককারী ওঝা আফতাব উদ্দিন জানান, বিষাক্ত ওই বাচ্চাগুলো কালী ঘোখরা সাপের এবং ওই বাচ্চা সাপের দংশনেই মানুষ মারা যেতে পারে। আফতাব উদ্দিনের ধারণা ওই গোডাউনে সাপের আরো বচ্চা রয়েছে।

{সংবাদ - তমাল কান্তি সরকার ,সাদেকুর রহমান সোহাগ,আতাউর রহমান তরফদার} 



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই