তারিখ : ০১ মে ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকার বনসুন্দরী খীরুর বুকে দহন জ্বালা

ভালুকার বনসুন্দরী খীরুর বুকে দহন জ্বালা
[ভালুকা ডট কম : ১০ মে]
ভালুকার উপর দিয়ে বয়ে যাওয়া বন সুন্দরী ক্ষীরুর বুকে এখন কল কারখানার দূষিত তপ্ত বর্জের দহন জ্বালা। এক সময়ের থানার ঘাট মানেই লঞ্চের ভেঁপু আর যাত্রীদের তারাহুড়ো সিড়ি বেয়ে উপরে উঠে আবার সিড়ি বেয়ে নীচে লঞ্চের ডেকের সীটে বসে ইঞ্জিনের ঠক ঠক শব্দে ঢেও তুলে এগিয়ে যাওয়া।

রেল গাড়ীর সাথে সময় মিলিয়ে ইত্তেফাক আর লেমুয়া নামে দুটি লঞ্চ ভালুকা হতে কাউরাদ পর্যন্ত যাত্রী পরিবহন করতো প্রতিদিন। সেই থানার ঘাট আর নেই কিন্তু থানার পাশেই ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে খীরু নদীর উপর উদ্বোধন হলো দ্বিতীয় খীরু সেতু। নদী আছে পানি নেই পাল তোলা নৌকা নেই লঞ্চের ভেঁপুর শব্দ শোনা যায়না দুরের বাঁেক। ভাটি হতে বেপারিদের পালতোল নৌকা, বেদে নৌকার লম্বা বহর মাঝিদের দাঁড় টানার ছলাৎ ছলাৎ শব্দ তীরে চলা পথিকের নজর কাড়ে না।

চাদনী রাতে মাঝ নদীতে নৌকার পাটাতনে খোল করতাল আর ঘোংরোর শব্দে ঘাটু গানে রাতভর মেতে থাকেনা গাঁয়ের লোক। যুবকের দল উবুরী নৌকায় মাইক লাগিয়ে আব্দুল আলীমের রুপালী নদীরে রুপ দেইখা তোর হইয়াছি পাগল গান জুরে দিত তখন নদী পাড়ের বউ ঝি-রা উকি দিতে ভুল করতোনা। নদীর মাঝে মাঝে পানির উপর হিজল গাছের শাখায় পানকৌরি আর বালি হাস সকলের দৃষ্টি ফেরাত।

মানুষ ও প্রকৃতির নির্মমতা বনসুন্দরী বন খীরুর যৌবন কেড়ে নিয়েছে। স্বচ্ছ সাদা নির্মল খীরুর বুকে এখন শুধুই কল কারখানার দূষিত বর্জের দহন যন্ত্রনা। ভালুকার বিভিন্ন স্থানে গড়ে উঠা অসংখ্য কল কারখানার দূষিত গরম কালো বর্জ পানি দিন রাত খীরুর বুক বেয়ে চলেছে। এক সময় খীরুর মিঠা পানিতে বহু প্রজাতির মাছ পাওয়া যেতো যা এলাকার এক শ্রেণীর মানুষের জীবন জিবিকার উৎস্য ছিলো। অথচ এখন যেন শুধই স্বপ্ন।

ভালুকার কাঠালী এলাকার এফ এম ডাইং, কনজিউমার নিটেক্স, ভরাডোবার এক্সপিরিয়েন্স, মাষ্টারবাড়ীর এস এম সি, স্কয়ার ফ্যাসন, আরিফ, সহ প্রায় অর্ধশত মিল ফ্যাক্টরীর দূষিত গরম কিচ কিচে কালোপানি লাউতির খাল দিয়ে মল্লিকবাড়ী হয়ে ভালুকার খীরু নদীতে পড়ছে। আর তাতে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ হারিয়ে যাচ্ছে সবুজ শ্যামল বনাঞ্চল ঘেরা ভালুকার উপর দিয়ে একে বেকে বয়ে চলা বনসুন্দরী বন খীরু।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই