তারিখ : ০১ মে ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় সহকর্মীর মৃত্যু সংবাদে মিলে ভাংচুর,পুলিশের ফাকা গুলি

ভালুকায় সহকর্মীর মৃত্যু সংবাদে মিলে ভাংচুর,পুলিশের ফাকা গুলি
[ভালুকা ডট কম : ২৯ মে]
২৯ মে বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ভালুকার ভরাডোবা এক্সপিরিয়েন্স মিলে এক শ্রমিককে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষুব্দ শ্রমিকরা মিল অভ্যন্তরে ব্যাপক ভাংচুর করে। এ সময় মিলের ভাড়াটিয়া গুন্ডা বাহিনি হাতে চেলা কাঠ ও লাটিসোটা নিয়ে শ্রমিকদের মারপিট শুরু করে।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষন করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঢাকা ময়মনসিংহ মহা সড়কে প্রায় আধঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

শ্রমিকরা জানায় বৃহস্পতিবার সাবিনা (২৫) নামে অন্তঃস্বত্বা এক সুইং অপারেটরকে কাজে যোগদানের সময় কর্তপক্ষ লাঞ্ছিত করে চাকুরিচ্যুত করে মিল থেকে বের করে দেয়। ওই শ্রমিক বাড়ী গিয়ে আত্মহত্যা করেছে বলে মিলে গুজব ছড়িয়ে পড়লে মিলে কর্মরত ২৯০০ শ্রমিক একযোগে কাজ বন্ধ করে বেড়িয়ে এসে মিল অভ্যন্তরে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় তারা প্রধান ফটকের সামনে আসভাব পত্র জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। শ্রমিকরা ভিতরে ভাংচুর করার সময় মিলের কয়েকশ ভাড়াটিয়া গুন্ডা বাহিনি লাঠিসোটা নিয়ে হামলা করলে কমপক্ষে পাঁচজন শ্রমিক আহত হয়। মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিলের স্থানীয় কেয়ারটেকার ওয়াইজ উদ্দীন জানান যাকে নিয়ে এত ঘটনা আসরে তার মৃত্যু সংবাদটি ভূয়া। ওই শ্রমিক তার বেগের মধ্যে সিগারেটের প্যাকেট, দিয়াশলাই ও মোবাইল ফোন বহন করছিল যা সম্পুর্ণ নিষিদ্ধ থাকার কারনে তাকে বরখাস্ত করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ দুর থেকে যারা বিভিন্ন যানবাহনে আসে তাদের সামান্য দেরি হলে ওইদিন বেতন কাটা হয় এবং তাদের উপর নানা রকম নির্যাতন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাবিনার মৃত্যুর খবরটি নিশ্চিত হওয়া যায়নি।     



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই