তারিখ : ০২ মে ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় এক হিন্দু পরিবারকে অপহরণ করে জমি রেজিস্ট্রি,দলিলসহ বালাম বই জব্দ

ভালুকায় এক হিন্দু পরিবারকে অপহরণ করে জমি রেজিস্ট্রি,দলিলসহ বালাম বই জব্দ,থানায় মামলা
[ভালুকা ডট কম : ০৫ জুন]
ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামে এক হিন্দু পরিবারকে অপহরণ করে জোরপূর্বক দলিল রেজিস্ট্রি করে নেয়ার ঘটনা ঘটেছে। পরে ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসার ছরোয়ার হোসেন ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ওই দলিল সহ বালাম বহি জব্দ করেন। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মডেল থানায় একটি মামলা-নং-(১৩)তাং-০৫/০৬/১৪ইং দায়ের করা হয়েছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়,০৪জুন বুধবার রাত ৮টার দিকে উপজেলার মেহেরাবাড়ী গ্রামের মৃত:মোতালেব খান(তারু)ছেলে ভূমিদস্যূ আমান উল্ল্যা খান মাখন (৩৮) এর নেতৃত্বে ৩০/৪০ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামের মৃত:মহনবাঁশির বাড়ীতে হামলা চালিয়ে স্ত্রী বিমলা রাণী(৭০), দুই মেয়ে মুঞ্জু রাণী(৩৫),অর্মিলা রাণী(৩৩),শিশু অঞ্জন(৪) সহ পরিবারের চারজনকে অপহরণ করে ভূমিদস্যূ মাখনের নিজ বাড়ীতে নিয়ে অস্ত্রে মুখে জিম্মি করে কমিশনে দলিল রেজিস্ট্রি করে নেয়।

এ খবর এলাকায় প্রকাশ হওয়ার দুই ঘন্টা পর অপহরণকারীরা তাদেরকে বাড়ীর পাশে রেখে পালিয়ে যায়। পরে ওই রাতেই পুলিশ তাদেরকে উদ্ধার করে এবং আহত মুঞ্জু রাণীকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ওই রাতেই মল্লিকবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সারুয়ার জাহান এমরান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ছরোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু,অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন থানায় আসেন এবং ওই রাতেই দলিল ও বালাম বহি জব্দ করেন এবং অসহায় ওই পরিবারের খুজ খবর নেন।

এ ঘটনায় ০৫জুন বৃহস্পতিবার সকালে মুঞ্জু রাণী বাদী হয়ে আমান উল্ল্যাহ সহ ১৫ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি মামলা-নং-(১৩) তাং-০৫/০৬/১৪ইং দায়ের করেছে।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই