তারিখ : ০১ মে ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

চলে গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমান উল্যাহ চৌধুরী

ভালুকা ডিগ্রি কলেজ মাঠে হাজারো মানুষের ঢল
চলে গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমান উল্যাহ চৌধুরী
[ভালুকা ডট কম : ০৯ জুন]
ভালুকা আসন থেকে তিনবার নির্বাচিত সাবেক এমপি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আমান উল্যাহ চৌধুরী ওরফে দুলু মিঞা চলে গেলে না ফিরার দেশে।কাদিয়ে গেলে দেশের হাজারো মানুষকে।

জানা যায়, বুলবুল ললিতকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আমান উল্যাহ চৌধুরী গত শনিবার রাতে বার্ধক্যজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহে ----রাজিউন)। গত রোববার দুপুর পৌনে ১২টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম, পরে ঢাকার ১নং কায়েতটুলি নিজ বাসভবনে দ্বিতীয় ও বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

ভালুকা ডিগ্রি কলেজ মাঠে হাজারো মানুষের ঢল নামে। মরহুমের ৪র্থ জানাজায় বক্তব্য রাখেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা.এ.জেড.এম জাহিদ, জেলা বিএনপির সভাপতি একেএম মোশারফ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ, উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু,ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা,পৌর মেয়র ডা.একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম,ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবদীন,আবুল হাসেম, এবিএম সিদ্দিকুর রহমান, ফজলুল হক, কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু,আলহাজ্ব মোর্শেদ আলম,অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল, আবুল হোসেন,ওয়াসেক আল আমীন শিপন,আহাম্মদ আলী সরকার, মরহুমের ছোট ভাই মনু চৌধুরী ও মরহুমের বড় ছেলে আহসান উল্যাহ চৌধুরী জানাজা শেষে ভালুকা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই