তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বগুড়ার সোনাতলায় ঝড়ে গাছ ভেঙে কলেজের ৬টি শ্রেণীকক্ষ বিধ্বস্ত,পাঠদান ব্যাহত

বগুড়ার সোনাতলায় ঝড়ে গাছ ভেঙে কলেজের ৬টি শ্রেণীকক্ষ বিধ্বস্ত,পাঠদান ব্যাহত
[ভালুকা ডট কম : ১৬ জুন]
বগুড়ার সোনাতলায় গত রোববার সন্ধ্যায় হঠাৎ ঘুর্ণিঝড়ে শত বছরের একটি এন্ট্রি কড়ই গাছ ভেঙে পড়ে গণকপাড়া কলেজের ৬টি শ্রেণীকক্ষ বিধ্বস্ত হয়েছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অবিলম্বে মেরামত করতে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, ১৯৯৮ সালে এলাকার শিক্ষানুরাগীদের সহযোগিতায় সোনাতলা উপজেলা সদরে গণকপাড়া কলেজ প্রতিষ্ঠা হয়। টিনসেড ৬টি কক্ষে ক্লাস শুরু হয়। উপজেলার অন্যান্য কলেজের চেয়ে ফলাফল সন্তোষজনক। শিক্ষার্থী প্রায় সাড়ে ৩০০ জন। দীর্ঘদিনে কলেজে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা আশ্বাস দিলে আজও পাকা কলেজ ভবন নির্মাণ করা হয়নি। এদিকে রোববার সন্ধ্যার দিকে হঠাৎ ঘুর্ণিঝড়ে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে থাকা শত বছরের প্রাচীন এন্ট্রি কড়ই গাছ ভেঙে পড়ে। এতে গণকপাড়া কলেজের ৬টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। কক্ষে আসবাবপত্র ও প্রায় ১৫০ জোড়া বেঞ্চ ব্যবহার অনুপযোগি হয়ে পড়ে।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি আহসান উল্লাহ বাদশা ও অধ্যক্ষ নাদির শাহ্ জানান, কলেজটি দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও ভবনটি পাকা করা সম্ভব হয়নি। তারা ক্ষতিগ্রস্ত শ্রেণীকক্ষগুলো সংস্কারে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছেন।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই