তারিখ : ০২ মে ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় জামিরাপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

ভালুকায় জামিরাপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত
[ভালুকা ডট কম : ১৫ জুলাই]
ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে অবস্থিত জামিরা পাড়া এস এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বজলুকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) ওই স্কুলের সভাপতি নুরুল ইসলাম বাদশার স্বাক্ষরিত পত্রে ওই বরখাস্তের খবর পাওয়া গেছে।

পত্রে উল্লেখ করা হয়- ওই স্কুলের ২০০৪ থেকে ২০১৪ সন পর্যন্ত কোনো আর্থিক হিসাব না থাকা, আভ্যন্তরীণ অডিট কার্যক্রম না থাকা, যৌথ হিসাব পরিচালনা না করা, স্কুল পরিচালনা কমিটির অনুমোদন ব্যতিরেকে একক স্বাক্ষরে লেনদেন পরিচালনা করা, রশিদ ছাড়া বেতন, পরীক্ষার ফি, রেজিষ্ট্রেশন ও ফরম ফিলাপের ফি আদায় এবং সমুদয় টাকা ব্যাংকে জমা না করে আত্মসাত, স্কুলে অনিয়মিতভাবে আসা, কোনো একাডেমিক কার্যক্রম তদারকি ও পাঠদান না করা, স্কুলে উপস্থিত না হয়ে সরকারী শিক্ষকদের অশ্লীল ভাষায় গালাগালি করা, এসএসসি ও জেএসসি পরীক্ষার ফরম পূরণ বাড়িতে বসে করা, পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, কোচিংয়ের জন্য টাকা নিয়ে কোচিং না করা, বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সহকারী শিক্ষকদেরকে সাময়িকভাবে বরখাস্ত করার হুমকি দেওয়া, সরকারিভাবে চারটি কম্পিউটারের মধ্যে দুটি কম্পিউটার এবং একটি লেপটপ নিজ কাজে বাড়িতে ব্যবহার করা, স্কুলের যাবতীয় পুরান টিন, রড, ও দামি চারটি গাছ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বিক্রি করিয়া অর্থ আত্মসাত করা, ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত টিউশন ফি ও স্কুল খাতের বেতন শিক্ষকদের মধ্যে বিতরণ না করে আত্মসাত, স্কুলের স্থায়ী আমানত, পাঠদান অনুমতি, স্বীকৃতি ও অন্যান্য জরুরী গুরুত্বপূর্ণ কাগজপত্রদি নিজ বাড়িতে সংরক্ষন করার কথা উল্লেখ করে গত ৬ মে ওই স্কুলের শিক্ষক-কর্মচারিদের অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক জাকির হোসেন বজলুকে গত ১৪, ২৩ ও ৩০ জুন তিন দফা কারণ দর্শানো নোটিশ দেওয়ার পরও ওই নোটিশের জবাব প্রদান না করে বরং অবজ্ঞা প্রদর্শন করেছেন। ফলে গত ১০ জুলাই স্কুলের পরিচালনা কমিটির সভায় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর সোমবার (১৪ জুলাই) স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম বাদশা স্বাক্ষরিত পত্রে প্রধান শিক্ষক জাকির হোসেন বজলুকে সাময়িক বরখাস্তের কপি প্রেরণ করা হয়।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার মহা-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহের উপ-পরিচালক, ময়মনসিংহ জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অগ্রণী ব্যাংক ভালুকা শাখার ম্যানেজার বরাবরে ওই সাময়িক বরখাস্তের কপি অনুলিপি প্রেরণ করা হয়।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই