তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে কালোবাজারে বিক্রির সময় ভিজিএফ ওভিজিটির ৪০ বস্তা চাল উদ্ধার

গফরগাঁওয়ে কালোবাজারে বিক্রির সময় ভিজিএফ ওভিজিটির ৪০ বস্তা চাল উদ্ধার
[ভালুকা ডট কম : ৩১ জুলাই]
উপজেলার খোদাবক্সপুর বাজারের দুই ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ভিজিএফ ও ভিজিটির ৪০ বস্তার চাল উদ্ধার করেছে উপজেলা প্রসাশন।
       
জানাযায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলার যশোরা ইউনিয়নের গরীব ,অসহায় ও দুঃস্থদের জন্য ৪২ মেঃটন চাল বরাদ্ধ দেয় সরকার। সে মোতাবেক যশোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ সঠিক ভাবে তালিকা প্রণয়ন করে দুঃস্থদের মাঝে চাল বিতরণের নিয়ম থাকলেও কতিপয় ইউপি সদস্য দুর্নীতির আশ্রয় নিয়ে সে চাল কলোবাজারে বিক্রি করে । পরে গোপন সংবাদে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল বারী ও গফরগাঁও থানা পুলিশ খোদাবক্্রপুর বাজারের খলিলুর রহমান ও তেফাজ্জল হোসেনের দোকানে অভিযান চালিয়ে ৪০ বস্তা চাল উদ্ধার করে।
   
এ ব্যাপারে যশোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন,উদ্ধার হওয়া চাল ভিজিএফ ও ভিজিটি কার্ডধারীদের কাছ থেকে ব্যবসায়েিদর ক্রয় করা। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল বারী জানান,উদ্ধারকৃত চাল কালোবাজারের বিক্রির কি না তদন্ত করে দেখা হচ্ছে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই