তারিখ : ০১ মে ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় বিষধর সাপের কামড়ে ২জনের মৃত্যু আক্রান্ত-২০

গ্রামবাসির মধ্যে সাপ আতঙ্ক
ভালুকায় বিষধর সাপের কামড়ে ২জনের মৃত্যু আক্রান্ত-২০
[ভালুকা ডট কম : ০৬ আগস্ট]
ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট গ্রামে বিষধর সাপের কামড়ে গত এক মাসে মহিলাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নারী-পুরুষ, শিশুসহ আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২০জন। গ্রামের মানুষ এখন সাপ আতঙ্কে ভোগছেন প্রতিনিয়ত।

এলাকাবাসি সূত্রে জানা যায়, সম্প্রতি ওই গ্রামে বিষধর সাপের উপদ্রুপ বেড়ে গেছে। এর ফলে গত ১ মাসে বিভিন্ন সময় বিভিন্নস্থানে নারী-পুরুষসহ শিশুদের বিষধর সাপ কামড় দিয়েছে। এতে সাপের বিষে আক্রান্ত হয়ে ওই গ্রামের পাশান সিকদারের স্ত্রী ফাতেমা খাতুন (৩৫) ও একই গ্রামের আল আমিন (২৮) মারা গেছেন।

আক্রান্তদের মধ্যে অন্যরা হলেন- ওই গ্রামের আব্বাস খান (৫০), লতিফ (১৩), শফিকুল ইসলাম (২৩), আরজিনা (১৩), সাজেদা খাতুন (৪৫), করিমন বেগম (৩৫), স্বপন মোল্লা (২২), নওশিন (২০), নাজমুল (৩০), রুবেল (২৬), মিস্টা (১০), হাসান (৩৫), নার্গিস বেগম (২৫), সুফিয়া খাতুন (৩০), রোকসানা খাতুন (৩৬), মমতা বেগম (৪৫), রফিকুল (২৫), হাসিনা (১০)। সাপের কামড়ে আক্রান্তদের স্থানীয় ওজা ও পার্শ্ববর্তী টাঙ্গাইলের মধুপুর থানার জলছত্র এলাকার এক মিশনারী হাসপাতালে চিকিৎসা দিয়েছেন।

স্থানীয় ওজা মোস্তফা জানান, আক্রান্ত ব্যক্তিকে বিষ নামানোর কৌশলের মাধ্যমে ভাল করে তুলতে না পারলে পার্শ্ববর্তী মধুপুরের একটি মিশনারী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে ইনজেকশনের মাধ্যমে রোগীকে ভাল করে তোলা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার (৬ আগষ্ট) স্থানীয় শিক্ষক গোলাম মোস্তফা জানান, সম্প্রতি তাদের এলাকায় সাপের উপদ্রুপ বেড়েছে। দিনেরাতে ওই গ্রামের মানুষ বিষধর সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন। সাপের কামড়ে মহিলাসহ দুইজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২০জন। গ্রামবাসিদের মধ্যে এখন সাপ আতঙ্ক দেখা দিয়েছে।






সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই