তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নীলফামারীতে জিপিএ-৫ পেয়েছে ৫৩১ জন সেরা বিশে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান

নীলফামারীতে জিপিএ-৫ পেয়েছে ৫৩১ জন সেরা বিশে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান
[ভালুকা ডট কম : ১৩ আগস্ট]
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা বিশের মধ্যে স্থান পেয়েছে নীলফামারীর পাঁচটি প্রতিষ্ঠান। স্থান পাওয়াদের মধ্যে জেলা সদরের ১টি এবং বাকি চারটি রয়েছে সৈয়দপুর উপজেলার। জেলায় জিপিএ--৫ পেয়েছে ৫৩১ জন।

দিনাজপুর বোডের সেরা ২০ এর তালিকার মধ্যে পঞ্চম স্থানে সৈয়দপুর সরকারী কারিগরি স্কুল এ্যান্ড কলেজ, নবম স্থানে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, তেরোতম স্থানে সৈয়দপুরের লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ, ১৫তম স্থানে নীলফামারী সরকারী কলেজ এবং ১৯তম স্থানে রয়েছে সৈয়দপুরের সানফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজ।

এদিকে জেলা পর্যায়ে সেরা পাঁচটি কলেজের মধ্যে ১৬২টি জিপিএ-৫ নিয়ে প্রথম স্থানে রয়েছে সৈয়দপুর সরকারী কারিগরি স্কুল এ্যান্ড কলেজ, ১০৩টি জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় স্থানে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, ৭৪টি জিপিএ-৫ নিয়ে তৃতীয় স্থানে লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ, ৪২টি জিপিএ-৫ নিয়ে চতুর্থ স্থানে নীলফামারী সরকারী কলেজ এবং ২৮টি জিপিএ-৫ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সানফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজ।
এবার নীলফামারী জেলার ১১হাজার ১০৬পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাস করে ৮হাজার ৬শ ৮২জন আর জিপিএ -৫ পেয়েছে ৫৩১জন পরীক্ষার্থী। যেখানে জেলায় পাসের হার ৭৮.১৭% বলে জানান তিনি।#





সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই