তারিখ : ০১ মে ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকার হবিরবাড়ী সোনার বাংলা বিদ্যালয়ের শিক্ষার্থীরাদের মহাসড়ক অবরোধ

এস.এস.সি ও জেএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে
ভালুকার হবিরবাড়ী সোনার বাংলা বিদ্যালয়ের শিক্ষার্থীরাদের মহাসড়ক অবরোধ
[ভালুকা ডট কম : ২৭ আগস্ট]
ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি ও জেএসসি পরীক্ষা কেন্দ্র বিদ্যালয়ে স্থাপনের দাবিতে বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঠের গুড়ি ফেলে প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল আহসান তালুকদার ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের কেন্দ্র স্থাপনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

জানা যায়, কেন্দ্র স্থাপনে সরকারি নীতিমালা অনুযায়ী সকল সুবিধা বিদ্যমান থাকার পরও দীর্ঘদিন যাবত আন্দোলন করেও ওই বিদ্যালয়ে কেন্দ্র স্থাপন না করায় ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে। অবরোধ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, স্থপতি আলী হোসাইন, দাতা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক মাস্টার, জুলহাস উদ্দিন মাস্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম খান মানিক, প্রমুখ।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই