তারিখ : ০২ মে ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ভেজাল বিরোধী অভিযান,সেমাই কারখানা সিলগালা

ভালুকায় ভেজাল বিরোধী অভিযান,সেমাই কারখানা সিলগালা
[ভালুকা ডট কম : ০৩ অক্টোবর]
ভালুকায় ভেজাল বিরোধী অভিযানে একটি অবৈধ সেমাই তৈরীর কারখানায় নেংরা পরিবেশে সেমাই তৈরীর অভিযোগে মালামাল জব্দ ও কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। পরে ১১০ কেজি সেমাই পানিতে ফেলে নষ্ট করে দেয়া হয়।

জানা যায়, উপজেলার হবিরবাড়ির বাশিল গ্রামের ফজর আলী ছেলে শাহিদ মিয়া ২০০৬ সালে লাবনী ফুড প্রডাক্ট নামে একটি কারখানায় অবৈধভাবে নিন্মমানের লাচ্ছা সেমাইসহ বিভিন্ন পন্য তৈরী করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরফদার সোহেল রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম ওই কারখনায় অভিযান চালান। এ সময় কারখানার মালিক শাহিদ মিয়াকে না পেয়ে মালামাল জব্দ করে কারখানার সিলগালা করে দেন। পরে ওই কারখানায় তৈরী ১১০ কেজি লাচ্ছা সেমাই পানিতে ফেলে দেয়া হয়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই