তারিখ : ০১ মে ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় মোস্তাক হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল

ভালুকায় মোটর সাইকেল চালক মোস্তাক হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল
[ভালুকা ডট কম : ১২ অক্টোবর]
ভালুকা উপজেলার পুরুড়া গ্রামের নিরিহ মোটর সাইকেল চালক মোস্তাকার ওরফে মোস্তাক  হত্যাকারী সুমন ও তার সহযোগীদের অভিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসী ১২ অক্টোবর রোববার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে। তারা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জমায়েত হয়ে আসামী ধরতে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

এ সময় নিহত মোস্তাকের পিতা মোশারফ হোসেন মিডিয়া কর্মীদের জানান মোস্তাককে যারা মোবাইল ফোনে বাড়ী থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যার পর একটি মৎস্য খামারের পানিতে কচুরির চালির নীচে ফেলে রাখে, তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়ার পরও পুলিশ প্রধান আসামী সুমন ও তার সহযোগীদের গ্রেফতার করছেননা।

উল্লেখ্য মোটরসাইকেল সহ নিখোজঁ মোস্তাকার আহমেদ (২৪) এর অর্ধ গলিত লাশ ৯ দিন পর ২  অক্টোবর বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর সহযোগিতায় চাপরবাড়ী জালহা বিলের একটি মৎস্য খামারের কচুরির চালির নীচ থেকে উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় লাশ দেখতে এলকার শত শত নারী পুরুষ ভীড় জমায়।

 পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় উপজেলার পুরুরা গ্রামের মোশারফ হোসেন ওরফে তোফাজ্জলের ছেলে মোস্তাকার আহমেদ ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালিয়ে আসছিল। ২৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে সুমন (২৫) পার্শ্ববর্তী ত্রিশাল যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে আসার জন্য মোবাইল ফোনে তাকে বাড়ী থেকে ডেকে নেয়। রাতে মোস্তাকার বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন নিকট আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে বহু খোঁজাখুঁজি করে। মোস্তাকারের কোন সন্ধ্যান না পাওয়ায় তার পিতা মোশারফ হোসেন বাদি হয়ে অভিযুক্ত সুমনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি অপহরণ মামলা (নম্বর-৩৬,তারিখ-২৭/০৯/২০১৪ইং) দায়ের করেন।

এদিকে পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে না পারলেও পরিবারের লোকজন ও এলাকাবাসি চাপড়বাড়ী গ্রামের সোলমান শেখের বাড়ী থেকে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মোস্তাকারের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ও ঘটনার সাথে জড়িত একই এলাকার জালাল উদ্দিনের ছেলে অভিযুক্ত সুমনের ছোট ভাই মামুন (২৫), সোলমান শেখের ছেলে বিল্লাল (২৫) ও চাপরবাড়ি গ্রামের ফালান মিয়ার ছেলে মাসুদ (২২) কে আটক করে পুলিশে সোপর্দ করে ।  

এলাকাবসীর অভিযোগ মোস্তাক হত্যার প্রধান আসামী সুমকে গ্রেফতারে পুলিশ নিঃষ্ক্রিয় রয়েছে। তারা অভিলম্বে সুমন ও তার সহযোগীদের গ্রেফতার ও শাস্তি দাবী করেছে ।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই