তারিখ : ০১ মে ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় জবর দখল হওয়া বনের জমি উদ্ধার

ভালুকায় জবর দখল হওয়া বনের জমি উদ্ধার
[ভালুকা ডট কম : ২৬ অক্টোবর]
ভালুকা উপজেলার ধামশুর মৌজার ১০৪৬ দাগের গুডু শাহাবদ্দীন, আঃ বারেক, কাশেম মুন্সী,কালা শাহাবদ্দীন নেতৃত্বে জবর দখল করে নেয়ার পর ২৬ অক্টোবর রোববার দুপুরে  বনের জমি পুনরুদ্ধার করেছে বন বিভাগ।

জানাযায় ভালুকার হবিরবাড়ী বন বিটের অর্ন্তগত ধামশুর মৌজার গাদুমিয়া গ্রামে ১০৪৬ দাগের জমিতে ২৪ অক্টোবর শুক্রবার রাতের আঁধারে ওই এলকার গুডু শাহাবদ্দীন, আঃ বারেক, কালা শাহাবদ্দীন এর নেতৃত্বে শতাধিক লোক সিমেন্টের পিলার গেড়ে কাাঁটা তারের বেড়া দিয়ে একটি ছাপড়া তুলে জবর দখলে নেয়। পরদিন এলাকায় বিষয়টি জানাজানি হয়।

এ ব্যাপারে উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে ভালুকা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ২৬ অক্টোবার দুপুরে হবিরবাড়ী বিট কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের লোকজন অভিযান চালিয়ে ওই জমি থেকে খুঁটি ও কাঁটাতারের বেরা অপসারন করে ছাপরা ঘরটি ভেঙ্গে দিয়ে বনের জমি পুনরুদ্ধার করেছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই