তারিখ : ০২ মে ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় তিতাসের সেই ম্যানেজার আবার হরতালকে সমর্থন জানিয়ে অফিসে অনুপস্থিত

ভালুকায় তিতাসের সেই ম্যানেজার আবার হরতালকে সমর্থন জানিয়ে অফিসে অনুপস্থিত
[ভালুকা ডট কম : ২৬ অক্টোবর]
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্টিবিউশন কোং লিঃ ময়মনসিংহের ভালুকা জোনাল অফিসের ম্যানেজার মোঃ মশিউর রহমান সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার হরতালকে সমর্থন জানিয়ে কর্মস্থলেই আসেনি। অফিসের ম্যানেজার নিয়মিত অফিস না করায় তার অধিনস্ত কর্মকর্তা ও কর্মচারীগণ ইচ্ছে মত অফিস কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

জাহরতাল থাকালে ভালুকা জোনাল অফিসে কর্মকর্তাদের ঈদ আনন্দে পরিণত হয়ে যায়। সবশেষ গত ২১সেপ্টেম্বর বিরোধি দল হরতাল ডাকে। ম্যানেজার মশিউর রহমান১৭সেপ্টেম্বর বুধবার অফিস করে ঢাকায় নিজ বাসায় চলেযান। ২১ও ২২ তারিখ হরতাল থাকার কারণে তিনি পুরো সপ্তাহে অফিস না করে ৩০সেপ্টেম্বর অফিসে আসেন। তার পাশাপাশি সহকারী ম্যানেজার নীপেন্দ্র চন্দ্র বিশ্বাস হরতালের সময় কয়েক দিন অফিসে আসেননি।

এ অফিসের কর্মকর্তাগণ নিয়মিত অফিস না করায় ভালুকা এলাকার  কাশর ও শ্রীপূর উপজেলার মাওনা,কেওয়া, ১,২ নং সিএন্ডবি,গিলার চালা, মাওনা বাজার সহ বিশাল এলাকা জুড়ে প্রায় ২০হাজার অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘ দিন যাবত বীরদর্পে অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করছে। ভালুকা অফিসে ম্যানেজার মশিউর রহমান অফিসে না পেয়ে তার সেল ফোনে কথা বললে তিনি জানান,হরতালের জন্য ভালুকায় আসিনি আমি হেড অফিসে আছি।

এ ব্যাপারে ভালুকা উপজেলা নির্বাহী কামরুল আহসান তালুকদার জানান, ম্যানেজারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। যদি তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার জন্য জানানো হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই