তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

জায়গা দখলকে কেন্দ্র করে গাজীপুরে দুই শিল্প গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

জায়গা দখলকে কেন্দ্র করে গাজীপুরে দুই শিল্প গ্রুপের দফায় দফায় সংঘর্ষ,অগ্নিসংযোগ,আহত অর্ধশতাধিক
[ভালুকা ডট কম : ২৯ অক্টোবর]
গাজীপুর মহনগরের কাশিমপুর বালুচর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই শিল্প গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) ও কেয়া গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। সন্ধ্যায় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুটি শিল্প গ্রুপ এ ঘটনায় তাদের শ্রমিকদের ব্যবহার করে। ২৯ অক্টোবর বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ চলে।

আহতরা হলেন দুই পক্ষের খলিলুর রহমান (৩৮), আব্দুস ছালাম (৪১), নুরুজ্জামান(৩৬), রাবার বুলেট বিদ্ধ ইমতিয়াজ আহমেদ (৪৪), মাইনুদ্দীন (৪৯), নূর হোসেন (৪৪), আতাউর রহমান (৩০), বেলাল হোসেন (২৮), জাহাঙ্গীর আলম (২৯), মেহেদী হাসান (২৮) প্রমূখ। আহতদের নিজ নিজ কারখানার ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেয়া শিল্প গ্রুপের লোকজন বালুচর এলাকায় গত দুইদিন যাবত বালি দিয়ে গর্ত ভরাট করতে থাকে। বুধবার বেলা ১১টার দিকে দুলাল ব্রাদার্স লিমিটেডের লোকজন গর্ত ভরাট করতে কেয়া গ্রুপের লোকদের বাধা প্রদান করে। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে দুই শিল্প গ্রুপের কমপক্ষে পাঁচ হাজার পুরুষ শ্রমিক লাঠিসোটা, রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিকেল পাঁচটার দিকে কেয়া গ্রুপের শ্রমিকেরা দুলাল ব্রাদার্স লিমিটেডের চারটি ঝুটের গুদাম ও নিরাপত্তা কক্ষে অগ্নিসংযোগ করে। পরে দুলাল ব্রাদার্স লিমিটেডের লোকজন প্রতিপক্ষ কেয়া গ্রুপের দুটি বুলডোজার ও নিরাপত্তা কর্মীদের দুটি কক্ষে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

অগ্নিসংযোগ করা ঝুটের গুদাম ও নিরাপত্তা ঘরগুলো জায়গা দখলের উদ্দেশে নামেমাত্র তৈরী করা হয়েছিল বলে এলাকাবাসী জানিয়েছে। সংঘর্ষের খবর পেয়ে জয়দেবপুর থানা ও জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। এ সময় সংঘর্ষকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল করিম জানান, পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষে জড়িতরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তবে কোনো রাবার বুলেট বা টিয়ারশেল নিক্ষেপ করা হয়নি। দু’টি শিল্প গ্রুপ আগে থেকেই বালু চরের জায়গায় মাটি ভরাট করে আসছিল। এ রিপোর্ট লেখার সময় দখল ও সংঘর্ষের ঘটনায়  কোনো মামলা, গ্রেপ্তার হয়নি।   



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই