তারিখ : ০২ মে ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় শিল্পায়নে প্রধান বাধা চাঁদাবাজি

ভালুকায় শিল্পায়নে প্রধান বাধা চাঁদাবাজি
[ভালুকা ডট কম : ০২ নভেম্বর]
সম্প্রতি ভালুকা উপজেলার শিল্প অধ্যুসিত গ্রামগুলিতে চাঁদাবাজদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে শিল্পস্থাপনে আগ্রহী বিনিয়োগকারিরা। এসব এলাকায় চাঁদাবাজরা চাঁদাবাজির বিভিন্ন মামলায় একাধিকবার হাজতবাস করলেও হাজত থেকে ছাড়া পেয়ে আবার একই পেশায় লিপ্ত হয়ে শিল্পোক্তাদের অতিষ্ট করে তুলেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশিষ্ট শিল্পপতি শাহ জালাল মজুমদার উপজেলার ধামশুর মৌজায় এসএ খতিয়ান নং- ১৭৪২ দাগ নং-১২০৭, জমির পরিমাণ- ১২.৭৬ জমি প্রকৃত রেকর্ড মালিকের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হয়ে শিল্পস্থাপনের প্রস্তুতি গ্রহণ করেন। ওই জমিতে অস্থায়ীভাবে রায়ত হিসেবে বসবাসরত শ্রী প্রিয়নাথ পিতা চারু মহন জমির মালিক শাহ জালাল মজুমদারকে গত ১৬/১০/১৯৯৪ইং দলিল নং-১০৩৬৭ ও গত ০৮/০৫/১৯৯৫ইং দলিল নং- ৪৯২৭ মূলে ভালুকা এসআর অফিসে না দাবি দিয়ে রেজিষ্ট্রী করে তার অস্থায়ী বসতঘরটি সরিয়ে নিয়ে যায়। এর কিছুদিন পর পুনরায় প্রিয়নাথ ওইজমিতে প্রবেশ করে নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে এবং মোটা অংকের চাঁদাদাবি করে।

এ ব্যাপারে মালিকের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হলে প্রিয়নাথ গ্রেফতার হয়ে বেশকিছুদিন হাজত বাস করে। এরপর হাজত থেকে জামিনে ছাড়া পেয়ে পুনরায় ওই ভূমিতে নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে চাঁদাদাবি করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। প্রিয়নাথ সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হওয়ায় কোম্পানীর পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো সামাজিক ব্যবস্থাও নেওয়া যাচ্ছেনা। ফলে শাহজালাল এগ্রো কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড কোনো শিল্পস্থাপন না করে এই ভূমি অন্যত্র বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এলাকাবাসি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এখানে শিল্প প্রতিষ্ঠিত হলে এলাকার বেকার যুবসমাজের কর্মের নিশ্চিত সম্ভাবনা ছিল। যা থেকে এলাকাবাসি বঞ্চিত হচ্ছে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, উল্লেখিত চাঁদাবাজ প্রিয়নাথ এলাকার বিভিন্ন লোকজনের বিরুদ্ধে বিভিন্ন ভূমির মালিকানা দাবি করে আদালতে প্রায় একাধিক মামলা দায়ের করে হয়রানিসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। এ ব্যাপারে এই চাঁদাবাজ প্রিয়নাথের বিরুদ্ধে সরজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসিসহ শিল্প উদ্যোক্ত শাহজালাল মজুমদার।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই