তারিখ : ০১ মে ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে চালক নিহত,আহত-২০

ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে চালক নিহত,আহত-২০
[ভালুকা ডট কম : ১৪ ডিসেম্বর]
ভালুকার হবিরবাড়ী এতিমখানা মাদ্রাসা সংলগ্ন স্থানে ১৪ ডিসেম্বর রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হাড়িয়ে রাস্তার পাশে প্রায় ৫০ ফুট নীচে উল্টে গিয়ে ১ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা এসে বাসের নীচ থেকে একজনের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় শেরপুর থেকে ঢাকাগামী এম এ ট্রাভেলস এর একটি বাস ঢাকা-মেট্রো-ব-১১-৭১৭৪ উল্লেখিত স্থানে সামনে রাস্তা ভাঙ্গার কারনে হটাৎ লেন পরিবর্তন করার সময় নিয়ন্ত্রন হাড়িয়ে পশ্চিম দিকে উল্টে রাস্তার নীচে খাদে পরে। এতে ওই বাসের চালক শেরপুর জেলার শ্রীবর্দী থানার চরহাবর গ্রামের ফয়জুল হকের ছেলে মোশারফ হোসেন (৪০) বাসের নীচে চাপা পরে মারা যায়। এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়। আশংকা জনক অবস্থায় ভালুকা উপজেলার শফিউজ্জামান (৩৬), হাফিজ উদ্দিন(৩৬),উসমান আলী (৪৫),রব্বানী(৫২) ও ধোবাউরা আমজাত হোসেন (৩৬) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ মহা সড়কে ফোরলেন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান অপরিকল্পিত ভাবে রাস্তার কাজ করে যেখানে সেখানে গর্ত করে রাখা ও ভাল অংশের শেষ প্রান্তে খারাপ অংশে কোন নির্দেশিকা সংকেত না থাকার কারনেই প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। একই কারনে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ।

{ সংবাদ - আতাউর রহমান তরফদার, জহিরুল ইসলাম জুয়েল}



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই