তারিখ : ০৯ মে ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বিএনপির এখন ঘরের শত্রুই বিভীষণ -ওবায়দুল কাদের

বিএনপির এখন ঘরের শত্রুই বিভীষণ -ওবায়দুল কাদের
[ভালুকা ডট কম : ১৮ ডিসেম্বর]
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আপন ঘরে যাদের শত্রু, তাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রুর প্রযোজন হয় না। বিএনপির এখন ঘরের শত্রুই বিভীষণ, এই বিভীষণরাই বিএনপি ভাঙ্গনের কারণ হবে। তাদের ধ্বংস করার জন্য আওয়ামলীগের দরকার নেই। তারাই বিএনপিকে ভাঙ্গনের মুখে ঠেলে দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশকে নেতিবাচক দিকে ফেলে দেবে। আসলে বিএনপির রাজনীতিটাই এখন নেতিবাচক রাজনীতি। তাদের নেতিবাচক রাজনীতিই তাদের দলের ভাঙ্গনের কারণ হবে।

মন্ত্রী তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আজকে লন্ডন থেকে তাদের উদীয়মান নেতা যেভাবে নেতিবাচক রাজনীতি করছেন এবং কয়েকদিন পরপরই শব্দ বোমা নিক্ষেপ করছেন। এই শব্দ বোমায় আজকে বিএনপির নেতা কর্মীরা বিভক্ত। তারা দ্বিধাগ্রস্থ এ দল করবে কি না এটাও অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বৃহস্পতিবার দুপুরে ঢাকা-কাপাসিয়া সড়কে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় পারুলী নদীর উপর নির্মিত ‘রাজাবাড়ি সেতু’র উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: রহমত আলী, বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাকসুদুর রহমান, সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী আফতাব উদ্দিন আহম্মেদ, জেলা নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান। এর আগে মন্ত্রী একই সড়কের রাজেন্দ্রপুর এলাকায় একটি ফুটওভার ব্রীজের উদ্বোধন করেন।

গাজীপুর সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী আমির হোসেন জানান, সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে ৬২.৫ মিটার দৈর্ঘ এবং ৯.২৫ মিটার প্রস্থের রাজাবাড়ি ব্রীজ এবং ১ কোটি ৩২ লাখ টাকা ব্যায়ে ১৮ মিটার দৈর্ঘের ওই ফুটওভার ব্রীজটি নির্মিণ করা হয়েছে।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই