তারিখ : ০২ মে ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকা চার খুনের খুনিদের শাস্তির দাবীতে মানব বন্ধন ও শোক সভা অনুষ্ঠিত

ভালুকা চার খুনের খুনিদের শাস্তির দাবীতে মানব বন্ধন ও শোক সভা অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ২০ ডিসেম্বর]
১৫ডিসেম্বর রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের নক্ষত্র ইন্টারনেশন স্কুলে ছাত্রী জিনিয়া ইসলাম সহ তার পিতা রফিকুল ইসলাম বাচ্চু,মা শেফালী আক্তার পারুল ও তার বোনকে রিভাকে নৃশংস হত্যার প্রতিবাদে ও খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে নক্ষত্র ইন্টারন্যাশাল স্কুল সহ স্থানীয় কয়েক কিন্ডার গার্টের শিক্ষক, শিক্ষার্থী,অভিবাবকগণ শনিবার(২০ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহা সড়কে সিডস্টোর এলাকায় প্রায় ১ঘন্টা মানব বন্ধন করে।

এ সময় বক্তব্য রাখেন,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোর্শেদ আলম, নিহতের পিতা ওয়াইজ উদ্দিন শিক্ষক মেহদী হাসান জনি,রায়হানা আক্তার,আনোয়ার হোসেন ও নাজমুল হুদা। মানব বন্ধনে নক্ষত্র ইন্টারন্যাশনাল স্কুল ছাড়াও ব্রাইট স্টার মডেল স্কুল,আঁখি মডেল স্কুল ও আংকুর এড নামে একটি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। মানব মন্ধন শেষে  নক্ষত্র ইন্টারন্যাশনাল স্কুলে এক শোক সভার আয়োজন করা হয়।

প্রসঙ্গ,গত ১৫ডিসেম্বর রাতে কোন এক সময় ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু,তার স্ত্রী শেফালী আক্তার পারুলকে পাশবিক নির্যাতন করে নৃশংস ভাবে কুপিয়ে ও তার দুই শিশু কন্যা জিনিয়া এবং রিভাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নেত্রকোনা জেলা পুর্বধলা থেকে রফিকুল ইসলাম,তার স্ত্রী জোসনা আক্তার,তার বোন হোসনা আক্তার,ভালুকা উপজেলার সিডস্টোর বাজার থেকে আব্দুল বাতেন ও সোহেল সহ ৫জনকে আটক করে। ডিবি পুলিশ এ ঘটনার মুলহুতা হাফিজুর রহমান তনুকে গ্রেফতার করতে পারেনি।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই