তারিখ : ১৭ মে ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

পত্নীতলায় পল্লিবিদ্যুতের লোডশেডিংয়ের কবলে গ্রাহকরা

পত্নীতলায় পল্লিবিদ্যুতের লোডশেডিংয়ের কবলে গ্রাহকরা
[ভালুকা ডট কম : ২২ ডিসেম্বর]
নওগাঁর পত্নীতলায় পল্লিবিদ্যুতের গ্রাহকরা লোডশেডিংয়ের কবলে পড়েছেন। জানা গেছে, চলতি মওসুমে গভীর নলকূপের সেচ কার্যক্রম পুরোদমে আরম্ভ না হতেই দিনে একাধিকবার ঘন্টাব্যাপী লোডশেডিংয়ের এর দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের।

অনুসন্ধানে জানা যায়, নজিপুর পৌর এলাকাসহ উপজেলার চাকুরি জীবিদের অফিসে যাওয়ার পূর্বে রাইচ কুকারে রান্না সময়মত করতে পাচ্ছেন না। শীতের কারণে ঘরে দরজা-জানালা দিনের অধিকাংশ সময় বন্ধ থাকায় অন্ধকারের মধ্যে লেপ মোড়া দিয়ে অলস সময় পার করছেন অনেকেই। ফটোস্ট্যাট ও কম্পিউটারের প্রয়োজনীয় সরকারি-বেসরকারি নথিপত্রের কার্যক্রম বিলম্ব ও জরিমানা গুনতে হচ্ছে অনেকের। ডাইগনিস্টিক ও ক্লিনিকের রোগিদের টেস্ট রিপোর্ট বিলম্বে এবং বিভিন্ন অপারেশন কিংবা সিজারিয়ান জীবনের ঝুঁকি নিয়ে কার্যক্রম পার করছেন ভুক্তভোগিরা জেনারেটর চালু করে। এছাড়াও বিভিন্ন শেণির ব্যবসায়ীদের পল্লিবিদ্যুতের লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগিরা জানায়, শীতের দিনে এবং সেচ কার্যক্রম পুরোদমে চালু হওয়ার পূর্বেই এমন প্রত্যাশা করা যায় না।উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হাবিবুর রহমান বলেন, জাতীয় গ্রীডে মেঘাওয়াট যতই বেশি সংযোগ হচ্ছে, ততই বেশি লোডশেডিং এর প্রভাব পড়ছে।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই