তারিখ : ০১ মে ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,পৃথক ঘটনায় নিহত ১ আহত ৩০

ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,পৃথক ঘটনায় নিহত ১ আহত ৩০
[ভালুকা ডট কম : ২৩ ডিসেম্বর]
মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভালুকা হাজির বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত ও সোমবার রাতে  মহা সড়কের জামিরদিয়া নামক স্থানে অজ্ঞাত গাড়ী চাপায় ১ জন নিহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায় মঙ্গলবার সকাল সারে ৬ টার দিকে ঢাকাগামী ইসলাম পরিবহন ঢাকা মেট্রো-ব-১৪-৩৫৪৮ ও ময়মনসিংহ গামী শ্যামলী পরিবহন ঢাকা মেট্রো-ব-১১-৫৭৭৬ উল্লেখিত স্থানে ঘন কুয়াশার কারনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উভয় বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়। এলাকাবাসীর সহায়তায় পুলিশ ও ফায়ার সাভির্সের কর্মীরা আহতদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করেন।

গুরুতর আহত জসীম উদ্দীন (২৮) আলম (৩৫) ফাতেমা (২৮) সুজন (৩৫) খলিল (৩৫) আবু বক্কর সিদ্দিক (৪০) ও অজ্ঞাত (৩০) কে ভালুকা স্বাস্থ্য কেন্দ্র হতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অপর দিকে ২২ ডিসেম্বর সোমবার রাত ৮ টার দিকে মহা সড়কের জামিরদিয়া এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় বাদসা টেক্সটাইলের পাইয়োনিয়ার গ্রুপের সুপারভাইজার বাচ্চু মিয়া (৩৮) অজ্ঞাত গাড়ী চাপায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে জানায়।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই